এক্সপ্লোর
পরীক্ষা চলাকালীন ছাত্রীর ‘শ্লীলতাহানি’, ধৃত শিক্ষক

মেদিনীপুর: পরীক্ষা চলাকালীন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ের চক মুকুন্দ বাসন্তী বিদ্যাপীঠের শিক্ষক অতীন দণ্ডপাঠ। ঘটনার সূত্রপাত গত ১৯ অগাষ্ট। ওইদিন স্কুলে পরীক্ষা ছিল। সপ্তম শ্রেণির এক ছাত্রীর অভিযোগ, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষকের কাছ থেকে কাগজ নিতে গেলে তিনি শ্লীলতাহানি করেন। বৃহস্পতিবার এ নিয়ে নারায়ণগড় থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা-মা। বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার আদালতে তোলা হলে ধৃত শিক্ষককে ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















