ভাড়াটিয়া ও তার পরিবারের সদস্যদেরকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে
ভাড়াটিয়া ও তার পরিবারের সদস্যদেরকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে
সমীরণ পাল, মধ্যমগ্রাম: বাড়ি না ছাড়ায় এক ভাড়াটিয়া এবং তার পরিবারের সদস্যদেরকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মধ্যমগ্রামের শ্রীনগরে। বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদ নিয়ে বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে মামলা। আর এরই মধ্যে ভাড়াটকে উঠে যেতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ, রাজি না হওয়ায় মারধরের করে ওই তৃণমূল ওয়ার্ড কোঅর্ডিনেটর।
স্থানীয় সূত্রে খবর, শ্রীনগর এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বাড়িওয়ালা-ভাড়াটের মধ্যে বিবাদ চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ, বাড়ি মালিকের পক্ষ নিয়ে ভাড়াটেকে বাড়ি ছাড়ার জন্য চাপ দেন মধ্যমগ্রাম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো- অর্ডিনেটর পঙ্কজ চন্দ।
রাজি না হওয়ায় গতকাল বাড়িতে চড়াও হয়ে ভাড়াটে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ পঙ্কজ চন্দের বিরুদ্ধে। তৃণমূল ওয়ার্ড কো অর্ডিনেটরের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ যদিও সমস্ত অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।