মদ খাওয়ার প্রতিবাদ, আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, ‘মারধর’, ‘ছিঁড়ে’ নেওয়া হল কান
নদিয়া: পাশের বাড়িতে মদ খেয়ে হইহল্লা। প্রতিবাদ করায়, নদিয়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে মারধর এবং কান ছিড়ে নেওয়ার অভিযোগ। রেহাই পাননি তাঁর স্বামীও। ঘটনাস্থল নদিয়া। ফুলিয়ায় তৃণমূল পরিচালিত নবলা গ্রাম পঞ্চায়েতের সদস্য, বছর চল্লিশের সীমা দাস প্রামাণিক। অভিযোগ, তাঁর পাশের বাড়িতে প্রায়ই রাতে মদের আসর বসে। আসেন বহিরাগতরা। চলে হই-হল্লা। সোমবার রাতে প্রতিবাদ করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। শুরু হয়ে যায় বচসা। মত্ত ব্যক্তিরা তখন তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে মারধর করেন বলে অভিযোগ। সীমার দাবি, তাঁর হার ছিনতাই করা হয়। কান ছিঁড়ে দুলও ছিনতাই করা হয়। অভিযোগ, পঞ্চায়েত সদস্যার স্বামী বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। সোমবার রাতেই, স্বামী-স্ত্রী শান্তিপুর থানায় অভিযোগ জানাতে যান। সেই সময় তাঁদের বাড়িতে না পেয়ে পাশে, তাঁদের এক আত্মীয়র বাড়িতে, মত্ত ব্যক্তিরা দলবল নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। ওই পরিবারের দাবি, বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়। এমনকি শূন্যে দু’রাউন্ড গুলিও ছোড়া হয় বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু, অভিযুক্তরা সকলেই পলাতক।