এক্সপ্লোর
মেদিনীপুরে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল নেতার ছেলে
![মেদিনীপুরে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল নেতার ছেলে Trinamul Leaders Son Accused Of Rape Murder Attempt Of Minor Girl Arrested মেদিনীপুরে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল নেতার ছেলে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/19201847/wmd-Debra-minor-rape-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পশ্চিম মেদিনীপুর: প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ! ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতার ছেলে! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধেয়। নির্যাতিতার পরিবারের দাবি, বাড়িতে একাই ছিল ওই কিশোরী। হঠাৎই স্থানীয় তৃণমূল নেতা মুরারিমোহন দাসের ছেলে ঝণ্টু তাঁদের বাড়িতে আসে। অভিযোগ, পরিবারের অন্যদের অনুপস্থিতির সুযোগে কিশোরীকে ধর্ষণ করে সে। এরপর লোক জানাজানি হওয়ার ভয়ে কিশোরীকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করে ঝণ্টু। কিশোরী অচৈতন্য হয়ে পড়লে চম্পট দেয় সে।
রাতে বাড়ি ফিরে কিশোরীকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ডেবরা গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি ঘটলে, কিশোরীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার রাতেই তৃণমূল নেতা মুরারিমোহনের ছেলে ঝণ্টুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। ভোররাতে গ্রেফতার হয় অভিযুক্ত।
এই ঘটনায় অস্বস্তিতে ডেবরা ব্লক তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূল সভাপতি রতন দে জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। ঘটনার সত্যতা প্রমাণ হলে কড়া শাস্তি হওয়া উচিত অভিযুক্তর। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)