সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমী বায়ু, শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: একদিকে নিম্নচাপ অক্ষরেখা, আরেক দিকে সক্রিয় মৌসুমী বায়ু। শুক্রবারের মতো শনিবারও একই থাকবে আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই আকাশের মুখভার। বেলা গড়াতেই কোথাও বিক্ষিপ্ত, কোথাও মাঝারি বৃষ্টিপাত। আর সন্ধেয় নামতেই মুষলধারে!! শুক্রবারের সন্ধেয় ভিজল কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেল ৪ থেকে ৬টার মধ্যে বেহালায় বৃষ্টি হয়েছে ১০৪ মিলিমিটার। জিঞ্জিরাবাজারে বৃষ্টিপাতের পরিমাণ ৯০ মিলিমিটার। মোমিনপুরে ৯৪ মিলিমিটার। কালীঘাটে ৭১ মিলিটার। বিকেলে শহরের বিভিন্ন অংশে যানজট সৃষ্টি হয়। সেন্ট্রাল অ্যাভিনিউ (৫টা থেকে ৭টা), ধর্মতলা (৬টা থেকে ৯টা) ও পার্ক সার্কাসের (৭টা থেকে ৯টা) মতো এলাকা যানরুদ্ধ হয়ে পড়ে। মা উড়ালপুলেও যান চলাচলের গতি ছিল অত্যন্ত শ্লথ। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কলকাতার পাশাপাশি জেলাতেও ভারী বর্ষণ হয় এদিন। হুগলি থেকে দক্ষিণ পরগনা-- সর্বত্র হয় বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে একই ছবি থাকবে। একদিকে নিম্নচাপ অক্ষরেখা, আরেকদিকে সক্রিয় মৌসুমী বায়ু। বৃষ্টি চলবে।