এক্সপ্লোর
Advertisement
কে করবেন স্বামীর সৎকার? দেহ নিয়ে কোন্দল তুঙ্গে দুই স্ত্রীর
পূর্ব বর্ধমান: স্বামী দু’জনেরই...কিন্তু স্বামীর মৃতদেহ কার...?কে করবেন স্বামীর সত্কার?এই নিয়ে বিবাদ তুঙ্গে দুই স্ত্রীর। ঘটনাস্থল কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বর।
মৃতের নাম শতনাম সিংহ। শুক্রবার সকালে কাটোয়া মহকুমা হাসপাতালে মারা যান বছর ৫২-এর এই ব্যক্তি। তারপরই শুরু হয় দুই স্ত্রীর বিবাদ।
পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের সালারের বাসিন্দা শতনামের সঙ্গে ৩০ বছর আগে বিয়ে হয় কাটোয়ার কাঞ্চনা দত্তর। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকতেন সালারের সরকারি আবাসনে। পরিবার সূত্রে খবর, ২০১২ সালে সালারের বাবলা গ্রামের পারুল বিবিকে গোপনে বিয়ে করেন শতনাম। আড়াই বছরের মেয়েও আছে সেই স্ত্রীর। বছর খানেক আগে দুই স্ত্রী জানতে পারেন একে অপরের কথা, শুরু হয় অশান্তি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে অসুস্থ হয়ে পড়েন শতনাম। সালার থেকে আনা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। এদিন সকালে মারা যান। প্রথম স্ত্রী যখন স্বামীর মৃতদেহ নিয়ে যাওয়ার তোড়জোড় করছেন, তখন হাজির দ্বিতীয় স্ত্রী।
দুই স্ত্রীর বিবাদে সমস্যায় পড়ে হাসপাতাল। শেষমেশ, মৃতদেহ মায়ের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। স্বামীর মৃতদেহের অধিকার পেতে দুই স্ত্রীও রওনা হন সালারের উদ্দেশে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement