পথ অবরোধ, মিছিল, আগুনে ফের অগ্নিগর্ভ ভাঙড়
দক্ষিণ ২৪ পরগনা: আবারও সেই গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পাওয়ার গ্রিড নিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ এবং গুলিতে ২ জনের মৃত্যুর দু’মাস পর, রবিবার ফের অগ্নিগর্ভ ভাঙড়। গ্রামবাসীদের দাবি, শনিবার তৃণমূল নেতা কাইজার আহমেদের নেতৃত্বে এলাকায় একটি মিছিল হয়। মিছিল থেকে বোমাবাজি ও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, পুলিশের সামনেই কয়েকজনকে মারধর করা হয়। সেই ঘটনার পর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের মুক্তির দাবি এবং পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে রবিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পথ অবরোধ থেকে মিছিল, আগুন জ্বালিয়ে বিক্ষোভ.......বাদ যায়নি কোনও কিছুই। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার সুনীল চৌধুরীর দাবি, একজন ওয়ান্টেড ক্রিমিনালকে ধরা হয়েছে। পুলিশ অত্যাচার করেনি। সবমিলিয়ে নতুন করে উত্তপ্ত ভাঙড়। এদিন গ্রামে ঢুকতে পারেনি পুলিশ।