শান্তিনিকেতনে সেক্স র্যাকেট? অগ্নিমিত্রাকেই একহাত অনুপমের, ‘ননসেন্স’ বলে আক্রমণ
পৌষমেলার মাঠে অনৈতিক কাজকর্ম হয়। দলীয় সতীর্থের তোলা সেই অভিযোগ খারিজ করলেন অনুপম হাজরা।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: পৌষমেলার মাঠে অনৈতিক কাজকর্ম হয়। সম্পতি চাঞ্চল্যকর এই অভিযোগ তোলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। দলীয় সতীর্থের তোলা সেই অভিযোগ খারিজ করলেন বিজেপি নেতা তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।
শিক্ষার নীড়ে এখন শুধুই বিতর্ক! কখনও পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে বিতর্ক! কখনও গেট ভাঙা নিয়ে বিতর্ক! এরইমধ্যে সম্প্রতি শান্তিনিকেতনে গিয়ে পৌষমেলার মাঠে অনৈতিক কাজকর্মের অভিযোগ তোলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী।
অগ্নিমিত্রা পালের বিস্ফোরক অভিযোগ, “শান্তিনিকেতনের মেলার মাঠে সেক্স র্যাকেট চলে, মদ-গাঁজার আসর বসে।” কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল, নিজের দলের নেত্রীর অভিযোগই উড়িয়ে দিয়েছেন একদা বোলপুরের তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একসময় অধ্যাপনাও করতেন এই প্রাক্তন তৃণমূল সাংসদ। তৃণমূল ত্যাগের পর বিজেপির হয়ে যাদবপুর থেকে লড়ে পরাজিত হন তিনি। অনুপম হাজরার বক্তব্য, “মেলার মাঠে সেক্স র্যাকেট চলে এটা ভিত্তিহীন। ননসেন্স কথাবার্তা”