এক্সপ্লোর
ভিডিওতে দেখুন, গোখরোর সঙ্গে লড়াই, শাবকদের প্রাণ বাঁচাল দুই বিড়াল
ধুপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা গোখরোটিকে উদ্ধার করেন।

জলপাইগুড়ি: নিজেদের দুই শাবককে বাঁচাতে প্রাণপণ লড়াই বিষধর গোখরো সাপের বিরুদ্ধে। দুই বিড়াল শাবককে বাঁচাতে প্রাণপণ লড়াই মা ও বাবার। এই লড়াইয়ের সাক্ষী থাকলেন ধুপগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিডিও অফিসপাড়ার বাসিন্দারা। বিড়াল শাবকগুলিকে খাওয়ার জন্য এক গৃহস্থের বাড়ির বারান্দায় ঢুকে পড়েছিল বিষধর গোখরো সাপ। দুই বিড়ালের দৌড়ঝাঁপ ও সাড়াশব্দ শুনে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরেই তিনি বিড়াল শাবকগুলিকে দেখার জন্য কাছে যান। সামনে যেতেই তাঁর চোখ কপালে ওঠে। তিনি দেখতে পান, প্রায় পাঁচ ফুট লম্বা বিষধর গোখরো কুন্ডুলি পাকিয়ে ফণা তুলে বসে আছে আর ঠিক তার দু’পাশে মা বেড়াল ও বাবা বেড়াল শাবক কে পাহার দিচ্ছে। দেখুন ভিডিওটি, https://bengali.abplive.com/videos/news/state-cats-saved-kittens-from-a-snake-in-jalpaiguri-734487 এই দৃশ্য দেখে কী করবেন ঠিক করতে না পেরে বাড়ির মালিক খবর দেন ধুপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। তাঁরা গিয়ে উদ্ধার করেন সেই গোখরা সাপটিকে। এরপর আতঙ্কমুক্ত হয় পরিবার এবং প্রাণে রক্ষা পায় দুই বিড়াল শাবক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















