WB Assembly session 2021: শুক্রবার শুরু বিধানসভার অধিবেশন, আজ সর্বদলে ছিলেন না শুভেন্দু
তৃতীয়বার ক্ষমতায় আসার পর, ৭ জুলাই বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার
কলকাতা: আগামী শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। তার আগে, আজ ছিল সর্বদল বৈঠক। বিধানসভায় থাকলেও, বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। ৭ই জুলাই, পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তৃণমূল সরকার।
তৃতীয়বার ক্ষমতায় আসার পর, তৃণমূল সরকারের প্রথম বাজেট অধিবেশন। ৭ জুলাই বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার।
তৃণমূল সূত্রে খবর, অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় বাজেট পেশ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার আগের দিন, অর্থাত্, ৬ তারিখ বিধানসভায় বিধান পরিষদ গঠন নিয়ে আলোচনা হবে।
সেই মতোই ৬ তারিখ বিধানসভায় এনিয়ে আলোচনা হওয়ার কথা। এপ্রসঙ্গে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, বিধান পরিষদ নিয়ে যে অবস্থা, তা নেতৃত্বর সঙ্গে আলোচনা করে ঠিক করব। এটা নীতিগত সিদ্ধান্ত।
বিধানসভা অধিবেশন শুরুর আগে সোমবার রীতি মেনে হয় সর্বদল বৈঠক। বৈঠক হয় বিজনেস অ্যাডভাইসরি কমিটিরও। বৈঠকে তৃণমূল সরকারের তরফে উপস্থিত ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্যরা।
কিন্তু, বিধানসভায় থাকলেও সর্বদলীয় বৈঠকে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে মনোজ টিগ্গা বলেন, আমরা তো ছিলামই মিটিংয়ে। উনি তো বিধানসভায় ছিলেন। বিরোধীদের দাবি মানলে, আমরা দেখব যাতে সব ঠিক মতো হয়।
এদিকে, বিধানসভায় সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, তাঁর কাছে সর্বদল বৈঠক সংক্রান্ত কোনও চিঠি আসেনি। এই মর্মে ভাঙড়ের বিধায়ক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি অবগত করেছেন।
বিজেপি সূত্রে খবর, বিধানসভার অধিবেশনে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের প্রসঙ্গটি তুলতে পারে তারা। মনোজ টিগ্গা বলেন, ভুয়ো ভ্যাকসিন নিয়ে আলোচনার প্রস্তাব তুলবে বিজেপি। ৮ তারিখের বৈঠকে আলোচনা হওয়ার কথা।
সম্প্রতি, বিধানসভা চত্বরে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন অধ্যক্ষ। সোমবার, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলে বিজেপি। কিন্তু তা খারিজ করে দেন অধ্যক্ষ।
শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। দুপুর ২টোয় রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে অধিবেশন শুরুর কথা। অধিবেশন চলবে ৯ তারিখ পর্যন্ত।