WB Corona LIVE: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ ১৮ হাজার ২৪৩ জন
West Bengal Coronavirus LIVE Updates: আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারকেশ্বর মন্দির>
LIVE
Background
রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। সর্বকালীন রেকর্ড ভেঙে একদিনে আক্রান্তর সংখ্যা ছাড়াল ১৯ হাজার। টানা চারদিন রাজ্যে মৃত্যু একশোরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, পজিটিভিটি হারের নিরিখে গোটা দেশে এখন চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ।
দেশজুড়ে করোনায় ভয়ঙ্কর পরিস্থিতি। মৃতের সংখ্যা আড়াই লক্ষের দিকে এগোচ্ছে। বাংলার পরিস্থিতিটাও ভয়াবহ।
ফের একবার করোনা সংক্রমণে বাংলায় রেকর্ড তৈরি হয়েছে। আঠারো হাজার পেরিয়ে এবার এক দিনে ১৯ হাজারেরও বেশি আক্রান্ত হলেন বাংলায়।
সেইসঙ্গে লাগাতার চারদিন ধরে, রাজ্যে একশোরও বেশি মৃত্যু হচ্ছে। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, ১১২ জন রাজ্যবাসীকে হারিয়েছি আমরা।
এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় ১২ হাজার ৭৬ জনের মৃত্যু হল। উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার পেরিয়ে গেল।
পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, পজিটিভিটি হারের নিরিখে গোটা দেশে এখন চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ।
শুক্রবার সুপ্রিম কোর্টে এই আবেদন করল পশ্চিমবঙ্গ সরকার। ভ্যাকসিন নীতি নিয়ে সব রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত।
সেখানে বলা হয়ছে, করোনা মোকাবিলায় কেন্দ্রকে প্রত্যেক রাজ্য সরকারকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের দাম নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করা চলবে না। ভ্যাকসিনেশন নিয়ে গোটা দেশে একটি মাত্র নীতি নিয়েই এগোনো উচিত।
WB Corona LIVE Updates: গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনাযুদ্ধ জয় করেছেন ১৮ হাজার ২৪৩ জন
গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনাযুদ্ধ জয় করেছেন ১৮ হাজার ২৪৩ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনাকে জয় করা রাজ্যবাসীর শতকরা হার ৮৫.৮৯ শতাংশ।
WB Corona LIVE Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন
শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছে।
WB Corona LIVE: নেই বেড, জরুরি বিভাগেই ছটফট করতে করতে মৃত্যু করোনা রোগীর
নেই বেড, জরুরি বিভাগেই ছটফট করতে করতে মৃত্যু করোনা রোগীর! সাগর দত্ত মেডিক্যাল কলেজে স্ট্রেচারেই ছটফট করতে করতে মৃত্যু রোগীর।
সকাল ১০টায় হাসপাতালে এসেও বেড মেলেনি, অভিযোগ পরিবারের।
WB Corona LIVE Updates: দু’দিন ধরে রাস্তার ধারে পড়ে থেকে মৃত্যু অসুস্থ মহিলার
করোনাকালে চন্দ্রকোণার ক্ষীরপাইয়ে অমানবিক ছবি। দু’দিন ধরে রাস্তার ধারে পড়ে থেকে মৃত্যু অসুস্থ মহিলার। করোনা সন্দেহে সাহায্যের জন্য এগিয়ে গেলেন না কেউ। দু’দিন পর আজ মহিলাকে উদ্ধার করেন ক্ষীরপাই থানার আইসি। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মৃত্যু মহিলার। করোনা পরীক্ষার জন্য মৃতের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে
WB Corona LIVE Updates: বিকেল ৫টা থেকে খুলে গেল নিউ মার্কেট
নিউ মার্কেট খুলে দিল পুরসভা। বিকেল ৫টা থেকে খুলে গেল নিউ মার্কেট। নিউ মার্কেটকে মলের আওতা থেকে বাদ দিল পুরসভা। আংশিক লকডাউনের নির্ধারিত সময় অনুযায়ী খোলা থাকবে নিউ মার্কেট।