Anubrata Mondal Vs Anupam Hazra: "অমিত শাহ ভোজন করলেই যদি গরিব পরিবার সরকারি সাহায্য পায়, তাহলে ভাল তো", অনুব্রতকে কটাক্ষ অনুপমের
" যাক, আবার প্রমাণিত হলো, সমাজের হতদরিদ্র মানুষগুলির দুঃখ-কষ্ট সনাক্তকরণে বিজেপিই সবথেকে এগিয়ে...", মন্তব্য বিজেপি নেতার
বীরভূম: বীরভূমে অমিত শাহর সফরের পর এবার বাসুদেব দাস বাউলকে নিয়ে শুরু হল রাজনৈতিক চাপানউতোর।
শিল্পী ও তাঁর ছেলের সঙ্গে ছবি ফেসবুক পোস্ট করে বিজেপি নেতা অনুপম হাজরা কটাক্ষ করেন, গত ১০ বছরে তৃণমূল সরকারের বাসুদেব বাউলের দুঃখ-কষ্টের কথা মনে পড়েনি। ঠিক অমিত শাহ-র মধ্যাহ্নভোজনের পরেই হঠাৎ করে মনে পড়ল!!! যাক, আবার প্রমাণিত হলো, সমাজের হতদরিদ্র মানুষগুলির দুঃখ-কষ্ট সনাক্তকরণে বিজেপিই সবথেকে এগিয়ে !!!
এখানেই থেমে থাকেননি অনুপম। তিনি লেখেন, আর অমিত শাহ মধ্যাহ্নভোজন করলেই যদি এরকম কিছু গরিব পরিবার তৎক্ষণাৎ সরকারি সাহায্য পায়, তাহলে এরকম মধ্যাহ্নভোজন আগামী দিনে আরও হবে।
রাজ্য সফরে এসে গত রবিবার রবিতীর্থে যান অমিত শাহ। রতনপল্লির বাউলশিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সহ বিজেপি নেতারা। যা নিয়ে চরমে ওঠে শাসক-বিরোধী চাপানউতোর।
এরপরই মঙ্গলবার বাসুদেব দাস বাউলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতির পাশে বলে শিল্পীর শোনালের কষ্টের কথা। পাশাপাশি জানালেন, ২৯ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো-এ গান গাইতে চান।
বাসুদেব বাউল বলেন, আমি নিজে রেশনের চাল খাই, শাহ আসবেন বলে মিনিকিট চাল আনি, টাকা পয়সা খরচা করে বাজার করেছিলাম,খাওয়া দাওয়া করে পাশের দরজা দিয়ে চলে গেলেন শাহ। কথা বলা হল না। মেয়ের ডিএডের কথা বলা হল না। এরপর মমতা বন্দ্যোপাধ্য্যায়কে চিঠি লিখি, আমি আপনার পদযাত্রায় বাউল গান গাইতে চাই জানিয়ে।
পরিবারের সমস্যার কথা শুনে শিল্পীর মেয়ের উচ্চশিক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন তৃণমূলের জেলা সভাপতি। অনুব্রত বলেন, আমি যখন শুনলাম সমস্যার কথা, ব্যবস্থা করব। ডিএড করতে দেড় লক্ষ টাকা লাগে, বিনা পয়সায় করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।
নজরে ২০২১ বিধানসভা নির্বাচন। আগামী ২৯ ডিসেম্বর, অমিত শাহের রোড শোর পাল্টা রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতেই বাউল শিল্পীকে পাশে বসিয়ে অনুব্রত মণ্ডলের সাংবাদিক বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।