এক্সপ্লোর
Advertisement
'ভাইপো'র পর এবার 'খোকাবাবু', নাম না করে আবারও বাণ ছুড়লেন দিলীপ
ভাইপোর পর এবার নাম না করে খোকাবাবু খোঁচা দিলীপ ঘোষের। বললেন, গুন্ডামির যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তৃণমূল করছে, তেমন গুন্ডামি ভবিষ্যতে আরও দেখাবেন তিনি।
কলকাতা: 'ভাইপো'র পর এবার 'খোকাবাবু'! নাম না করেই এবার খোঁচা দিলীপ ঘোষের। সোমবার দমদমের হনুমান মন্দিরে পুজো দিতে গিয়ে দিলীপ নাম না করেই বলেন, 'ওঁর ভাইপো বলায় আপত্তি? তবে খোকাবাবু বলব।'
রবিবার সাতগাছিয়ার সভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,‘ভাইপো বলে বারবার আমাকে ডাকা হয়েছে। যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক।'
তার ঠিক পরদিনই বিজেপির রাজ্য সভাপতির এই উক্তি। তিনি আরও বলেন, 'ওঁকে খোকাবাবু বলব না তো কী! কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই বসে আছেন!'
সাম্প্রতিককালে লাগাতার ভাইপো নিয়ে তৃণমূলের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘সারা রাজ্য জানে ভাইপো কে। কে কয়লা চুরি করে, কে গরুপাচার করে। ট্রান্সফার শিল্প কে চালাচ্ছে?’
পাল্টা তৃণমূল প্রশ্ন তুলেছে, সাহস থাকলে ভাইপো কে, তার নাম নিক বিজেপি! কিন্তু, তাতেও বিজেপির ভাইপো কটাক্ষ থামেনি। এই প্রেক্ষিতেই রবিবার শাণিত আক্রমণ করেন অভিষেকষ। তিনি বেছে বেছে নাম তুলেই বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, 'যিনি আমার নাম নিয়ে মিথ্যে কথা বলেছেন, তাঁকে আমি আদালতের রাস্তা দেখিয়েছি। তাই বলছি, যদি সাহস থাকে, তাহলে আমার নাম নিয়ে বলুন।......আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুণ্ডা, কৈলাস বহিরাগত, কৈলাসের ছেলে গুণ্ডা, সুনীল দেওধর বহিরাগত। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন'
এর বিরুদ্ধে পাল্টা বাণ ছুড়েছেন দিলীপ। নাম না করেই বলেছেন, 'উনি ৭ কোটির বাড়িতে থাকেন, আমি থাকি লোকের বাড়িতে...তৃণমূলে যাঁরা রক্ত-ঘাম দিল তারা আজ রাস্তায় দাঁড়িয়ে। ' এখানেই থামেননি তিনি। সরাসরি বলে দিয়েছেন, গুন্ডামির যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তৃণমূল করছে, তেমন গুন্ডামি ভবিষ্যতে আরও দেখাবেন তিনি। সবমিলিয়ে চরমে বাগযুদ্ধ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement