Weather Update: জেলায় জেলায় নামল পারদ, জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু
Weather Update West Bengal: বাধাহীন উত্তুরে হাওয়ায় রাজ্যজুড়ে শীতের আমেজ। পারদ নেমেছে জেলাতেও। দার্জিলিঙে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। পুরুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে।
কলকাতা: সপ্তাহান্তে (Weekend) আরও নামল পারদ। কলকাতার (Kolkata) তাপমাত্রা নামল কুড়ি ডিগ্রির নীচে। জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাধাহীন উত্তুরে হাওয়ায় রাজ্যজুড়ে শীতের (Winter) আমেজ। পারদ নেমেছে জেলাতেও। দার্জিলিঙে (Darjeeling) পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। পুরুলিয়ায় (Purulia) তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে। তবে আনুষ্ঠানিকভাবে শীতের আগমন কবে, তা ঘোষণা করেনি আবহাওয়া দফতর।
বাতাসে হিমের পরশ। উত্তুরে বাতাসে ভর করে ভোর থেকে শীতের আমেজ। বেলা বাড়েত রোদ চড়লেও, আবহাওয়া মনোরমই। না আনুষ্ঠানিকভাবে শীত এখনও আসেনি। তবে রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শীত পড়ার কাউন্টডাউন। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি। উল্লেখ্য, দুর্গাপুজোর সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে ভাসেনি কলকাতা। মা লক্ষ্মীর আরাধনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। সকাল থেকে মেঘলা আকাশ ছিল। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছিল। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
গত সপ্তাহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল কালীপুজো (KaliPuja) থেকে ভাইফোঁটা (Bhai Phota) মনোরম থাকবে আবহাওয়া। সেই পূর্বাভাস সত্যি হয়েছে। তার আগে আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছিল, অক্টোবরের শেষ এবং নভেম্বরের হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন হেমন্তের পরিবেশ বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সেই পূর্বাভাসকে সত্যি করে, গত সপ্তাহে পরপর দুদিন কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। গতকাল, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, উত্তুরে হাওয়ার ভর করে কলকাতায় চারদিনে ৪ ডিগ্রি নেমেছে পারদ।
আরও পড়ুন: আজ ভাইফোঁটা, সকাল থেকে আয়োজনে ব্যস্ত বোনেরা, মিষ্টির দোকানে লম্বা লাইন