Weather Update: আজ থেকে ফের উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, আগামী ৪৮-ঘণ্টা দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া দফতরের
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ থেকে ফের উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। আজ ও কাল দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল হয়েছে। দক্ষিণবঙ্গ থেকে ফের হিমালয়ের পাদদেশে এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। এখন তা পটনা থেকে অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া দফতরের মতে, এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে।
আজ থেকে রবিবার পর্যন্ত অতিবৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জল স্তর। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এছাড়া, হলুদ সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হলুদ সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। এই জেলাগুলিতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মালদা, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি দু’-এক পশলা বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শুক্রবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এই তিন জেলার জন্য হলুদ সর্তকতা জারি আবহাওয়া দফতরের।
শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরে।
আজ ও কাল দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দুই ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এই জেলাগুলিতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।