Bankura Lightening Strike:বাঁকুড়ায় জমিতে চাষের সময় বজ্রপাত, লুটিয়ে পড়লেন শ্রমিকরা, মৃত ২
আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া এলাকায় । জানা গেছে মৃতদের নাম জাহিরুল শেখ ও মঙ্গলা বাউরী ।
প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: জমিতে চাষের কাজের সময় বজ্রপাত। প্রাণ গেল দুইজনের। বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বাঁকুড়ায় । ঘটনায় আহত হয়েছেন আরও চার জন ।
আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া এলাকায় । জানা গেছে মৃতদের নাম জাহিরুল শেখ ও মঙ্গলা বাউরী । এই ঘটনায় আহত হয়েছেন মন্দিরা বাউরী , সজলা বাগদী , সনকা বাউরী ও ঋতু বাউরী । আহতদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত দুই ও আহত চার ব্যাক্তি প্রত্যেকের বাড়ি বাঁকুড়ার সোনামুখী থানার পিয়ারবেড়া গ্রামে । জমিতে ধান রোপণের কাজ করতে বড়জোড়া ব্লকের পার্শ্ববর্তী হাট আশুড়িয়া এলাকার কোটালপুকুর গ্রামে আসেন তাঁরা । জানা গেছে, কোতালপুকুর গ্রাম লাগোয়া একটি জমিতে এদিন ধান রোপণের কাজ করছিলেন পুরুষ ও মহিলা মিলিয়ে দশ জন । দুপুরে আচমকাই বৃষ্টি শুরু হয়। এই সময়ই বজ্রপাত হলে শ্রমিকদের প্রায় সকলেই লুটিয়ে পড়েন । ঘটনায় কমবেশি আহত হন সকলেই।
এরমধ্যে ৬ জনের আঘাত গুরুতর থাকায় তাঁদের দ্রুত উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে দুই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান স্থানীয় বিধায়ক আলোক মুখোপাধ্যায় ।
মাঠে চাষের কাজের সময় বজ্রপাতে মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা কয়েকদিন আগেও ঘটেছে পুরুলিয়ায়। মাঠে ধানের চারা লাগাতে গিয়ে পৃথক এলাকায় দুই দিনে চার মহিলার মৃত্যু হয়েছিল। আহত অবস্থায় দুই মহিলাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। বর্ষায় চাষের মরশুমে মাঠে চাষের কাজ করতে গিয়ে কয়েকদিন আগে পুরুলিয়ার ভিন্ন স্থানে চার জনের মৃত্যু হয়। কেঁন্দা থানার চাঁদড়া গ্রামে শেফালী মাহাত (২৮), টামনা থানার র্যালিবেড়া গ্রামে কলাবতী মাহাত (৪৯), বরাবাজার থানার লাগাডি গ্রামে বৃহতি মাহাত (৩৬), ও কেঁন্দা থানার গপিনাথপুর গ্রামে কনকলতা বাস্কে (২৩) বজ্রপাতে মারা গিয়েছিলেন। বর্ষার মরশুমে পুরুলিয়া জেলায় প্রতিবৎসর চাষের কাজে গিয়ে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটে আসছে।