এক্সপ্লোর
Advertisement
ক্ষয়ক্ষতি সামলাতে হাজার কোটির তহবিল, প্রধানমন্ত্রীকে দুর্গত অঞ্চল পরিদর্শনে যেতে বলব, জানালেন মুখ্যমন্ত্রী
ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু।
কলকাতা: ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু। কলকাতায় ১৫ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় ৭, উঃ ২৪ পরগনায় ১৭, পূর্ব মেদিনীপুরে ৬, চন্দননগরে ২, বারুইপুরে ৬, ডায়মন্ড হারবারে ৮, রানাঘাটে ৬ এবং সুন্দরবনে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে বহু এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সহযোগিতা করা হবে। বহু এলাকায় এখনও টেলি যোগাযোগ বিচ্ছিন্ন। ভেঙে থাকা গাছ সরানোর চেষ্টা চলছে।’
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘দেখেশুনে টাকা খরচ করতে হবে। করোনার জন্য ২০০ কোটির তহবিল করেছিলাম। করোনার জন্য যা তহবিল হয়েছিল, তারও বেশি খরচ। ক্ষতিপূরণে রাজ্যকে সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। ছোট ছোট জায়গায় আগে কাজ করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে রাস্তার কাজ করতে হবে। কৃষি-উদ্যান পালনে কত ক্ষতি হয়েছে, তার রিপোর্ট চাই। সাতদিনের মধ্যে ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্ট দিতে হবে। মেরামতির কাজে ১০০দিনের কাজকে যুক্ত করতে হবে। কোনওভাবেই অকারণে টাকা খরচ করা যাবে না। ক্ষয়ক্ষতি নিয়ে জানতে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রধানমন্ত্রীকে বলব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করুন। উত্তর-দক্ষিণ পরগনায় খাওয়ার জল নেই। সারানো রাস্তা যেন ৩ বছর স্থায়ী হয়, এটা দেখতে হবে। অতি দ্রুত বাঁধগুলো মেরামত করতে হবে। উমপুনের ক্ষয়ক্ষতি সামলাতে হাজার কোটির তহবিল। আবহাওয়ার উন্নতি হলে শনিবার দুই ২৪ পরগনা পরিদর্শনে যাব।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement