WB Corona LIVE: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৫,৩৮৪, মৃত্যু ৯৫
West Bengal Coronavirus LIVE Updates: উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সিআইটি রোডের মেরিল্যান্ড নার্সিংহোমে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
LIVE

Background
WB Corona LIVE: রাজ্যে কমছে করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা সংক্রমিত ৫,৩৮৪ জন। এই সময়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৫ জন।
WB Corona LIVE: পিপিই পরে ওয়ার্ডেই নাচলেন স্বাস্থ্যকর্মীরা
এম জে এন মেডিকেল কলেজে ও হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের একঘেয়েমি কাটাতে ও মনোবল বাড়াতে ওয়ার্ডের ভিতর পিপিই কিট পরে রোগীদের সামনে নাচ স্বাস্থ্যকর্মীদের।
WB Corona LIVE: কোভিড টেস্টের নামে জালিয়াতি চক্র শিলিগুড়িতে, গ্রেফতার ১
কোভিড টেস্ট রিপোর্টের নামে জালিয়াতি চক্র শিলিগুড়িতে। ঘটনায় গ্রেফতার ১। ধৃতের কাছ থেকে একাধিক রোগীর করোনা পরীক্ষার নমুনাও মিলেছে। অভিযুক্তের নাম বিশাল দত্ত। বাড়ি শিলিগুড়ির মাটিগাড়াতে। জানা গিয়েছে, শিলিগুড়ির একটি ল্যাবে কাজ করতেন তিনি। কিন্তু তাকে বেশ কিছুদিন আগেই ওই ল্যাবের কাজ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু মানুষকে ওই ল্যাবেরই নাম করেই ভুল রিপোর্ট দিত ওই ব্যক্তি।
WB Corona LIVE: করোনায় মৃত্যু উত্তরবঙ্গের কামতাপুরি আন্দোলনের নেতা অতুল রায়ের
করোনা আক্রান্ত হয়ে বুধবার বেলা দেড়টা নাগাদ মৃত্যু হল উত্তরবঙ্গের কামতাপুরি আন্দোলনের নেতা অতুল রায়ের। শিলিগুড়ি মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত ২২ মে করোনা আক্রান্ত হন তিনি। শিলিগুড়ির প্রধান নগরের একটি নার্সিংহোমে ভর্তি হন, পরে অবস্থার অবনতি হলে মাটিগাড়ার একটি নার্সিংহোমে অতুল রায়কে স্থানান্তরিত করা হয়। পাশাপাশি দলের তরফ থেকে চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করা হয়। বুধবার দুপুর দেড়টা নাগাদ মৃত্যু হয় অতুল রায়ের।
WB Corona LIVE: ৮০ ঊর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় ৮০ ঊর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন। ৩০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৭০ থেকে ৮০ জনকে। জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
