WB Corona LIVE: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৫,৩৮৪, মৃত্যু ৯৫
West Bengal Coronavirus LIVE Updates: উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সিআইটি রোডের মেরিল্যান্ড নার্সিংহোমে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Background
ক্রমেই জোরালো হচ্ছে আশার আলো। ৩৬ দিন পর রাজ্যে করোনায় একদিনে ১০০-র নীচে নামল মৃত্যু। অন্যদিকে, ৬৩ দিন বাদে দেশে ১ লক্ষের কম সংক্রমণের সাক্ষী থাকল দেশ।
সোমবারই রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজারের নীচে নামে। মঙ্গলে আর একটু স্বস্তি বাড়াল রাজ্যের মৃত্যু পরিসংখ্যান।
এদিন স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। ৩৬ দিন আগে ৩ মে রাজ্যে করোনায় মৃত্যু পরিসংখ্যান ছিল ৯৮।
করোনায় মৃত্যু তারপর থেকে প্রতিদিনই ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। মৃত্যুর পাশাপাশি, আক্রান্তের সংখ্যাও বেশ কিছুটা কমেছে এদিন।
স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭। সোমবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৮৮৭। রবিবার ৭ হাজার ২ জন।
সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কাটছে না উত্তর ২৪ পরগনার করোনা চিত্র নিয়ে। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।
আক্রান্ত ও মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী একদিনে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২৯০ জন।
WB Corona LIVE: রাজ্যে কমছে করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা সংক্রমিত ৫,৩৮৪ জন। এই সময়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৫ জন।
WB Corona LIVE: পিপিই পরে ওয়ার্ডেই নাচলেন স্বাস্থ্যকর্মীরা
এম জে এন মেডিকেল কলেজে ও হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের একঘেয়েমি কাটাতে ও মনোবল বাড়াতে ওয়ার্ডের ভিতর পিপিই কিট পরে রোগীদের সামনে নাচ স্বাস্থ্যকর্মীদের।






















