WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার
West Bengal Coronavirus LIVE Updates: লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে, জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে
LIVE

Background
WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার
রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার। রাজ্যে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫, ২৭৪ জন। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৭।
West Bengal Corona LIVE: বারাসাত সদর হাসপাতালে শিশুদের জন্য তৈরি হচ্ছে চল্লিশটি বেড
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে সতর্কতা উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দফতরে। বারাসাত সদর হাসপাতালে শিশুদের জন্য তৈরি হচ্ছে চল্লিশটি বেড।
WB Corona LIVE: ভ্যাকসিন সঙ্কটে পাড়ার বাসিন্দাদের পাশে দাঁড়াল মুদিয়ালি ক্লাব
ভ্যাকসিন সঙ্কটে পাড়ার বাসিন্দাদের পাশে দাঁড়াল মুদিয়ালি ক্লাব। মুদিয়ালির প্রায় ১৫০ জন বাসিন্দার ভ্যাকসিনেশন হল ক্লাবের উদ্যোগে। উদ্যোক্তারা জানিয়েছেন, দ্বিতীয় ডোজ নেওয়ার সময় এলে আবারও এরকম ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
West Bengal Corona LIVE: ফের রাজ্যে এল কোভ্যাক্সিন
ফের রাজ্যে এল কোভ্যাক্সিন। আজ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় কোভ্যাক্সিনের ১ লক্ষ ১০ হাজার ডোজ। বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে বণ্টন করা হবে।
WB Corona LIVE: কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫৪৭
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী, গত ২৪-ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫৪৭, মৃত্যু হয়েছে ১৭ জনের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
