WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার
West Bengal Coronavirus LIVE Updates: লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে, জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে

Background
রাজ্যের করোনা গ্রাফে আরও একটু আশার আলো। ফের কমল দৈনিক সংক্রমণ। কমেছে দৈনিক মৃত্যুও। দৈনিক সংক্রমণ এবং মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫১২ জন। একদিনে সুস্থতার হার ৯৭. ৮৩ শতাংশ। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ২২৩। মোট অ্যাক্টিভ কেস ১৪ হাজার ৭০২। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬। মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৫৫৫। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৯৯৬, মৃত্যু ২০ জনের। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫৪৭, মৃত্যু হয়েছে ১৭ জনের।
সোমবারই রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজারের নীচে নামে। ৩৬ দিন পর গতকাল মঙ্গলবার রাজ্যে করোনায় একদিনে ১০০-র নীচে নামে মৃত্যু। গতকাল স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে মৃত্যু হয় ৯৮ জনের। ৩৬ দিন আগে ৩ মে রাজ্যে করোনায় মৃত্যু পরিসংখ্যান ছিল ৯৮। করোনায় মৃত্যু তারপর থেকে প্রতিদিনই ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। গতকাল স্বাস্থ্য দফতরের আজকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। সোমবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৮৮৭। রবিবার সংখ্যাটা ছিল ৭ হাজার ২।
WB Corona LIVE: রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার
রাজ্যে কমল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু, বাড়ল সুস্থতার হার। রাজ্যে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫, ২৭৪ জন। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৭।
West Bengal Corona LIVE: বারাসাত সদর হাসপাতালে শিশুদের জন্য তৈরি হচ্ছে চল্লিশটি বেড
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে সতর্কতা উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দফতরে। বারাসাত সদর হাসপাতালে শিশুদের জন্য তৈরি হচ্ছে চল্লিশটি বেড।






















