WB Corona Vaccine Dry Run LIVE: সোমবার বিকেল চারটেয় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
West Bengal COVID-19 Vaccine Dry Run LIVE: কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটোই সমান কার্যকর বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
LIVE
Background
কলকাতা: আজ দেশজুড়ে হবে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। আর আজই রাজ্য আসছে করোনা ভ্যাকসিন।
কিন্তু, কোন ভ্যাকসিন? অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড? না ভারত বায়োটেকের কোভ্যাকসিন? তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কত পরিমাণে ভ্যাকসিন আসবে, সেই বিষয়েও কিছু জানানো হয়নি।
করোনা ভ্যাকসিন বাগবাজারে স্বাস্থ্য দফতরের স্টোরে রাখা হবে। পরে, সেখান থেকে ভ্যাকসিন পাঠানো হবে জেলায় জেলায়।
আর আজ সারা দেশের সঙ্গে রাজ্যজুড়ে হবে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। এর আগে গত শনিবার রাজ্যের তিন জায়গায় ড্রাই রান হয়েছে।
এবার সেই মহড়া হবে রাজ্যের প্রতিটি জেলায়। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, প্রতি জেলায় তিনটি করে কেন্দ্রে হবে ড্রাই রান।
জেলার মেডিক্যাল কলেজগুলি ছাড়াও আরও দুটি কেন্দ্রে চলবে টিকাকরণের মহড়া।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শুক্রবার কলকাতার সব মেডিক্যাল কলেজে হবে ড্রাই রান। এছাড়াও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের ক্লিনিকেও হবে মহড়া।
ড্রাই রানের জন্য বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।কীভাবে করা হবে ড্রাই রান, তা বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য দফতরের কর্মীদের। পাশাপাশি, জেলায় জেলায় যে সব ভ্যাকসিন স্টোর রয়েছে, তার সরঞ্জামও পরীক্ষা করে দেখা হচ্ছে।
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য সব রাজ্য ও কেন্দ্রশাশিত অঞ্চলেও শুক্রবার হবে ভ্যাকসিনের ড্রাই রান। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে করোনা ভ্যাকসিন দেওয়ার মতো পরিকাঠামো তৈরি বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
শুরু হল রামপুরহাটে ভ্যাকসিন ট্রায়াল। এদিন রামপুরহাট পৌরসভা হাসপাতালে নবারুনে ট্রায়াল রান হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ বন্দোপাধ্যায়, সি এম ও এইচ রবীন্দ্রনাথ প্রধান
বীরভূম জেলায় শুরু ভ্যাকসিনের ড্রাই রান। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই ড্রাই রান প্রক্রিয়াতে অংশগ্রহণ করলেন বীরভূমের জেলা শাসক বিজয় ভারতী।
হুগলির চুঁচুড়া সদর হাসপাতাল, পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও চুঁচুড়া পুরসভা ভবনেও চলছে করোনার টিকাকরণ প্রক্রিয়ার মহড়া।
শিলিগুড়ি জেলা হাসপাতালের পাশাপাশি, নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল ও দার্জিলিং জেলা হাসপাতালে চলছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান।