WB Corona Cases: রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২৭ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫০১ জন।
কলকাতা: বৃহস্পতিবার ফের বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এদিনে বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫০১ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,০১,২৮৪ জন। ১ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২০,১৭০। করোনা সংক্রমিত হয়ে এই সময়পর্বে রাজ্যে মৃতের সংখ্যা ২৭। যদিও গতকাল রাজ্যে মৃত্যু হয়েছিল ২৯ জনের, যা আজকের তুলনায় কিছুটা বেশি। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৭৩৫।
গত দিনে রাজ্য়ে করোনামুক্ত হয়েছেন ১,৮৮৯ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৪, ৬৩, ৩৭৯ জন। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৮ জন।
উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। আজ থেকে রাজ্যে কার্যত লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। করোনা আবহে, দীর্ঘদিন বন্ধ থাকার পর, আজ থেকে শুরু হয়েছে বাস পরিষেবা। যদিও কলকাতা থেকে জেলা, রাস্তায় সরকারি বাস চোখে পড়লেও, সেরকম একটা দেখা নেই বেসরকারি বাসের। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালু করতে পারে বাসগুলি। পাশাপাশি আজ থেকে স্বাভাবিক হয়েছে অটো, ট্যাক্সি পরিষেবাও। খুলছে বিউটিপার্লার। যদিও আগামী ১৫ জুলাই অবধি কার্যত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭৮৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬১ হাজার ৫৮৮। পাশাপাশি বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ লক্ষ ৪৫ হাজার ৫৫১ জনের। আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ২১ লক্ষ ৩৬ হাজার ২৩৮।