WB Corona Cases: রাজ্যে মৃত্যু ছাড়িয়ে গেল একশোর গণ্ডি, করোনা জয় করেছেন প্রায় সাড়ে ১৪ হাজার
গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ১৪ হাজার ৩৭৪ জন।
কলকাতা : করোনার বলি হয়ে একদিনে মৃতের সংখ্যা একশোর গণ্ডি পেরিয়ে গেল রাজ্যে। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারণ ভাইরাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ১০৩ জন। শুধুমাত্র উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃ্ত্যু হয়েছে। কলকাতাতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯ জনের। এদিনের নির্দেশিকা জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়ঙ্কর ছবির মাঝে অবশ্য কিছুটা সোনালি রেখারও দেখা মিলছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ১৪ হাজার বঙ্গবাসী। রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ১৪ হাজার ৩৭৪ জন। যার ফলে রাজ্যে মোট করোনাজয়ীর শতকরা হার দাঁড়াল ৮৪.৮৬ শতাংশ।
গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ভয়ঙ্কর থেকে ভয়াবহ হয়ে উঠছে মারণ করোনা ভাইরাস। পরিস্থিতিতে লাগাম টানতে শুক্রবার সন্ধে থেকে আংশিক লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত শপিং কমপ্লেক্স, মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, রেস্তোরাঁ, বার, বন্ধ থাকবে স্পোর্টস কমপ্লেক্স, জিম , সুইমিং পুল। সকাল-বিকেল নির্দিষ্ট সময় খোলা থাকবে বাজার। নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত ও দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে বাজারহাট ও বেশিরভাগ দোকান। ওষুধের দোকান, মুদিখানাকে যে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
শনিবার সংশোধিত নির্দেশিকা জারি করে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করে এমন সব দোকান ও মিষ্টি-মাংসের দোকানও যে লকডাউনের আওতায় নয় সেটা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিয়েবাড়ি বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান কোভিড বিধি মেনে সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে করা যাবে বলে জানানো হয়েছে রাজ্যের নির্দেশে।