WB Corona Cases: মৃত্যু ১৪৫ জনের, একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ১৯ হাজার ৪২৮ জন
গত ২৪ ঘণ্টা সময়ে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫০ জন।
কলকাতা : রাজ্যের আকাশে বহাল রইল কোভিডের কালো ছায়া। গত কয়েকদিনের মতোই দৈনিক সংক্রমণ ২০ হাজার ছুঁইছুঁই। দৈনিক মৃত্যুও দেড়শো ছুঁইছুঁই। সঙ্গে কিছু বেড়ে গেল পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন। এই সময় ব্যবধানে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনের।
রাজ্যে সংক্রমণের বিচারে এই মুহূর্তে সব জেলার ওপরে উত্তর ২৪ পরগণা। মৃত্যুতে কলকাতা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ৪ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিকে, কলকাতায় এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৩৮ জনের। নতুন করে সংক্রমিত ৩ হাজার ৭৮৫। সংক্রমণ ও মৃত্যুর নাগপাশে থাকা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও নদিয়া নিয়েও চিন্তা বাড়ছে প্রশাসনের।
এদিকে, স্বস্তির খবর গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫০ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৭.৬০ শতাংশে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬৭ হাজার ৬২৬ টি। যার মধ্যে ১৯ হাজার ৪২৮টি স্যাম্পেলই পজিটিভ। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট ১০.১৩ শতাংশ। প্রসঙ্গত রাজ্যে গত দু'দিন ধরে প্রথমবার পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি। গত একদিনে নতুন করে ২৩৩ জন অ্যাকটিভ রোগী সংযোজিত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭৯৩ জন। যার মধ্যে এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮৬ হাজার ৮৯২ জন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাওড়ায় সংক্রমিত ১ হাজার২২০ জন, মৃত ৮ জন। হুগলিতে সংক্রমিত ১ হাজার ১৪৫ জন। মৃত ৮ জন। দক্ষিণ ২৪ পরগণায় সংক্রমিত ১ হাজার ১৭০ জন, মৃত ১৩ জন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )