WB Corona Cases: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, কলকাতায় ১ দিনে সংক্রমিত ২১৬
এই সময় পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯,৬৪৫ জনের। পাশাপাশি এদিন রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬৩২ জন।
কলকাতা: ৫৫৪ থেকে বেড়ে ৬৬০। বৃহস্পতিবার (Thursday) প্রকাশিত বুলেটিন (West Bengal Bulletin) অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত (Corona affected) হয়েছেন ৬৬০ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬,২৫,৩৭৫ জন। বৃহস্পতিবার রাজ্যে করোনায় সক্রিয় রোগীর (Corona Active Case) সংখ্যা ৭,৫০৬ জন। গতকালের থেকে ১৬ জন বেশি।
এই সময় পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯,৬৪৫ জনের। পাশাপাশি এদিন রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬৩২ জন। এ নিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৯৮,২২৪ জন। এদিন রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
WB COVID-19 Daily Health Bulletin: 16 December 2021. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) December 16, 2021
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৬ ডিসেম্বর ২০২১। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/Y6qaEpwbm9
ওমিক্রনের পাশাপাশি, দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৪৭৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৬০২। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ২৮ হাজার ৮১৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ২১ লক্ষ ৩৩ হাজার ৫৪০।