WB Corona Cases: রাজ্যে করোনায় দৈনিক মৃতের সংখ্যা কমলেও বাড়ল সংক্রমণ
বঙ্গে একদিনে করোনা আক্রান্ত ৬৭৯ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, ও নদিয়ায় ঊর্ধ্বমুখী সংক্রমণ।
কলকাতা: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ। বঙ্গে একদিনে করোনা আক্রান্ত ৬৭৯ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, ও নদিয়ায় ঊর্ধ্বমুখী সংক্রমণ। রাজ্য সরকারের মঙ্গলবারের পরিসংখ্যন অনুযায়ী, এই তথ্য জানা গিয়েছে।
এর কয়েকদিন আগে দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী ছিল। কিন্তু সোমবারও আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছিল। সেইসঙ্গে বেড়েছিল মৃতের সংখ্যাও। সোমবারের রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৪৬ জন। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১৩। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তর সংখ্যা।
মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬৮১। এখন পর্যন্ত রাজ্য মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩। মোট সুস্থের সংখ্যা ১৫ লক্ষ ২২ হাজার, ০২৩। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮,৮০১। গত একদিনে এই সংখ্যা ১৪ জন কমেছে। রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। মৃত্যুর হার ১.৯ শতাংশ।
রাজ্যে গত একদিনে ৩৮,১০৩ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৭০ লক্ষ ৩৯ হাজার ১৫২ নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটি রেট ১.৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায়। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় জেলা আক্রান্তের সংখ্যা ১১৬। কলকাতায় এই সংখ্যা ১০৬। নদিয়াতে গত একদিনে আক্রান্ত ৫৩। দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্তর সংখ্যা ৫২। হাওড়া ও হুগলিতে এই সংখ্যা যথাক্রমে ৪৪ ও ৪৮। দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯। পূর্ব মেদিনীপুরে এই সংখ্যা ৪২। পশ্চিম মেদিনীপুরে ৩১।
বাঁকুড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ২৪, পুরুলিয়ায় ৫, বীরভূমে ১৩ ও ঝাড়গ্রামে ৬। পূর্ব বর্ধমানে শেষ একদিনে আক্রান্তের সংখ্যা ২৩।পশ্চিম বর্ধমানে এই সংখ্যা ১৭।