WB Corona Cases: রাজ্যে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু, ১ দিনে আক্রান্ত ৭২৮
এ নিয়ে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৮,৬৪১ জন।
কলকাতা: রাজ্যে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭২৮ জন। এ নিয়ে রাজ্যেমোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,৬১,০১৪ জন। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ১৮ সেপ্টেম্বরে রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীকর সংখ্যা ৭,৯৬৭ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। গতকাল সংখ্যাটি ছিল ৯। আজ যা সামান্য বেড়েছে। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৮,৬৪১ জন।
অন্যদিকে দেশে করোনায় ফের ঊর্ধবমুখী সংক্রমণ-গ্রাফ। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৬২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩৯০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ২২২ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ৭৭ হাজার ৯৪৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৭৫ লক্ষ ৩৬ হাজার ৫৮০।
করোনা আবহেই উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের অজানা জ্বর। আজই শিশুদের জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এই গাইডলাইনে শিশুদের জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নীচে নেমে গেলেও হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে।আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিত্সার নির্দেশ দেওয়া হয়েছে।
গাইডলাইনে আরও বলা হয়েছে, অসুস্থ শিশুদের থেকে প্রবীণদের আলাদা রাখতে হবে। শিশুদের বাড়িতে রেখে চিকিত্সা করালে মাস্ক পরে থাকতে হবে। অসুস্থ শিশুদের নিয়ে ভিড়ের মধ্যে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগের ছবিটা। মোট বেড রয়েছে ১২০টি। সবকটিই এই মুহূর্তে ভর্তি। ফলে এক বেডে ২ জন শিশুকে রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ওয়ার্ড খোলার কথা ভাবছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের ২১টি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নতুন করে, ৪৩৫টি PICU বা Pediatric intensive care unit খোলা হচ্ছে।কয়েকদিন আগেই, ২৪৪টি নতুন Pediatric intensive care unit খোলার সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য দফতর।অর্থাত্, সব মিলিয়ে, নতুন ৬৭৯টি পিকু চালু হচ্ছে।
আরও পড়ুন: রায়গঞ্জ মেডিক্যালে ১০ বছরের বালিকার মৃত্যুতে চাঞ্চল্য; 'সুগার থাকায় বাঁচানো যায়নি' দাবি হাসপাতালের