WB Corona Updates: পুজোর আগে রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭৫১
বুধবার ফের সাড়ে সাতশো পেরোল দৈনিক করোনা সংক্রমণ।
কলকাতা: উৎসব আবহে রাজ্যে বাড়ছে সংক্রমণ। রবিবার করোনা সংক্রমণ সাতশোর ওপরে থাকলেও সোমবার পাঁচশোর ঘরে নেমেছিল সংক্রমণ। কিন্তু মঙ্গলবার অনেকটাই বেড়েছিল সংক্রমণ। বুধবার ফের সাড়ে সাতশো পেরোল দৈনিক করোনা সংক্রমণ।
স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুসারে, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫১ জন। রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার ৯২৮। করোনা মুক্তের সংখ্যাও বেড়েছে অনেকটা। একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছে ৮৪১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। বাংলায় করোনা গ্রাসে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৫৩১ জন।
রাজ্যে একদিনে করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৪৭৬টি। পজিটিভিটি রেট ১.৮১ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতায় একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১১৬ জন।
এদিকে, দেশে করোনায় গতকালের তুলনায় ২৫ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। ২০ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৭৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬।
করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে আরবসাগরের উপকূলে। দাবি বাণিজ্যনগরীর মহানাগরিকের। করোনার থার্ড ওয়েভ সংক্রান্ত একটি বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'তৃতীয় ঢেউ আসছে নয়, এখানে এসে গেছে'। এএনআই সূত্রে খবর। সামনেই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। উত্সবের মরসুমে আরও বড় ধাক্কা দিতে পারে করোনা, এই আশঙ্কায় ভুগছে প্রশাসন। এর আগে ওনাম অনুষ্ঠানের পরপরই কেরলে করোনাগ্রাফ চড়চড় করে চড়তে থাকে। সেই পরিপ্রেক্ষিতেই মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর এই মন্তব্য করেন।