WB Corona Cases: রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ-মৃত্যু, ১ দিনে আক্রান্ত ৭৪৫, মৃত ১৫
এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৯,০৭০ জন।
কলকাতা: রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ-মৃত্যু। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৮ জন, আজ সেই সংখ্যাটিই খানিকটা বেড়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৯,০৭০ জন। সরকারি হিসেব অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৭০ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ১৪ জন। এদিনের সরকারি বুলেটিন অনুযায়ী আজও দৈনিক সংক্রমণে শীর্ষেই রয়েছে কলকাতা, মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতায় গত একদিনে ১৪৯ জন করোনায় আক্রান্ত,হয়েছেন। পাশাপাশি ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৬৯, ৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। বাঁকুড়ায় একদিনে আক্রান্ত ২৪ জন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে দেশে একলাফে ২৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৫২৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৬২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ২০। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার ৮৯৮ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ৭২ হাজার ৫৭৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৯৮৮।
আরও পড়ুন: WB Covid Curbs Extension: খুশির খবর, বিধিনিষেধের মেয়াদ বাড়লেও পুজোর দিনগুলোতে ছাড় রাজ্যজুড়ে
আরও পড়ুন: Kolkata: রেশন তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে তৎপর হল রাজ্য