অন্যদিকে কোভিড-১৯ রুখতে নতুন আদেশনামা জারি করেছে রাজ্য সরকার। সমস্ত প্রকাশ্য জায়গা ও পরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। সেই সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে পালন করতে বলা হয়েছে নির্দেশিকায় । সরকারি দফতরগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। সব সরকারি ও বেসরকারি অফিসে সপ্তাহে একদিন স্যানিটাইজ করতে  বলা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে যথাসম্ভব ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্টেডিয়াম ও সুইমিং পুলে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি নির্দেশে।