WB Election 2021: বক্সে ‘বেলা চাও’-র প্যারোডি বাজিয়ে শ্রীরামপুরে মিছিল, নাচ বিজেপি কর্মী -সমর্থকদের
বক্সে বাজছে ইতালির লোকসঙ্গীত ‘বেলা চাও’-এর প্যারোডি ৷ সেই গানের তালে পা মিলিয়ে এগিয়ে চলেছে মিছিল। প্যারোডিতে বর্ণিত চরিত্রের আদলে সেজে চলছে প্রতিবাদ ৷ রবিবার এভাবেই শ্রীরামপুরের ইএসআই মোড় থেকে বৈদ্যবাটি চৌমাথা পর্যন্ত মিছিল করলেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবির সূত্রে খবর, সোমবার সাহাগঞ্জের ডানলপ মাঠে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি হিসেবেই এদিন পদযাত্রার আয়োজন করা হয়। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ওরা প্যারোডিটাও ঠিক মতো করতে পারে না। আমরা প্যারোডিতে নেই। আমরা রাস্তায় আছি ৷’’
![WB Election 2021: বক্সে ‘বেলা চাও’-র প্যারোডি বাজিয়ে শ্রীরামপুরে মিছিল, নাচ বিজেপি কর্মী -সমর্থকদের West Bengal Election 2021: Bela Chao parody in a BJP political rally in Srirampur WB Election 2021: বক্সে ‘বেলা চাও’-র প্যারোডি বাজিয়ে শ্রীরামপুরে মিছিল, নাচ বিজেপি কর্মী -সমর্থকদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/21/22cd62fe916149543144471b5369533b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ডানলপে প্রধানমন্ত্রীর সভার সমর্থনে শ্রীরামপুরে মিছিল করলেন বিজেপি কর্মীরা। তবে সেই মিছিলে বাজানো গান নিয়ে শুরু হল তুমুল রাজনৈতিক তরজা। মিছিলে তৃণমূলকে নিশানা করে তৈরি প্যারোডি বক্সে বাজিয়ে তার তালে পা মেলালেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। আর যে ঘটনা নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের পাল্টা, প্যারোডিতে নেই, রাস্তায় আছি।
বক্সে বাজছে ইতালির লোকসঙ্গীত ‘বেলা চাও’-এর প্যারোডি ৷ সেই গানের তালে পা মিলিয়ে এগিয়ে চলেছে মিছিল। প্যারোডিতে বর্ণিত চরিত্রের আদলে সেজে চলছে প্রতিবাদ ৷ রবিবার এভাবেই শ্রীরামপুরের ইএসআই মোড় থেকে বৈদ্যবাটি চৌমাথা পর্যন্ত মিছিল করলেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবির সূত্রে খবর, সোমবার সাহাগঞ্জের ডানলপ মাঠে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি হিসেবেই এদিন পদযাত্রার আয়োজন করা হয়।
শেওড়াফুলির বিজেপির মণ্ডল সভাপতি স্নেহাংশু মহন্ত জানান, ‘‘দিদির আমলে যা যা হয়েছে, সেটাকে দেখানোর চেষ্টা করছি। দিদির সরকারের সঙ্গে এই গানের মিল আছে। তাই এই গান বাজানো হচ্ছে। ভোটের সময় এই গান বাজবে সব জায়গায় ৷’’
এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ওরা প্যারোডিটাও ঠিক মতো করতে পারে না। আমরা প্যারোডিতে নেই। আমরা রাস্তায় আছি ৷’’
ভোটমুখী বঙ্গে স্লোগান-তরজার পাশাপাশি এবার জায়গা করে নিয়েছে প্যারোডি-রাজনীতি। ২৮ ফেব্রুয়ারি বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশ। ভাইরাল ভিডিওয় ডাক দেওয়া হয়েছে ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার। তবে ভোটের বাজারে এবার প্যারোডি-যুদ্ধের শুরুটা হয়েছে তৃণমূল নেতা মদর মিত্রর হাত ধরে। সম্প্রতি একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি।
রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। তার রেশ টেনেই এবার প্যারোডির সুরে একে অন্যকে বিঁধতে চাইছে শাসক-বিরোধী দু’ পক্ষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)