West Bengal Election 2021: বেলডাঙার পর এবার সাগরদিঘি, ফের বিজেপির পরিবর্তন যাত্রায় ‘বাধা’
শুক্রবার সকাল ১০টা নাগাদ রঘুনাথগঞ্জ থেকে রথযাত্রা শুরু হয়। বেলা ১২টা নাগাদ সাগরদিঘির মণিগ্রামে পৌঁছলে রথ আটকায় পুলিশ। পুলিশের দাবি, বিজেপি নেতা-কর্মীদের ওই জায়গায় বিরতি নিয়ে বিকেলে ফের যেতে বলা হয়। ওই সময় রথ থেকে নেমে মিছিল করে এগিয়ে যান বিজেপি নেতা-কর্মীরা। কিছুদূর যাওয়ার পর সেই মিছিলও আটকে দিলে পুলিশ-বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি।
রাজীব চৌধুরি,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ আটকাল পুলিশ। প্রতিবাদে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। রথ আটকানো হয়নি, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বিরতি নিতে অনুরোধ করা হয়, দাবি জঙ্গিপুর পুলিশ জেলার এসপি-র। বেলডাঙার পর এবার সাগরদিঘি। ফের বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-য় উঠল পুলিশি বাধার অভিযোগ। যা নিয়ে সরগরম নবাবের জেলার রাজনীতি।
শুক্রবার সকাল ১০টা নাগাদ রঘুনাথগঞ্জ থেকে রথযাত্রা শুরু হয়। বেলা ১২টা নাগাদ সাগরদিঘির মণিগ্রামে পৌঁছলে রথ আটকায় পুলিশ। পুলিশের দাবি, বিজেপি নেতা-কর্মীদের ওই জায়গায় বিরতি নিয়ে বিকেলে ফের যেতে বলা হয়। ওই সময় রথ থেকে নেমে মিছিল করে এগিয়ে যান বিজেপি নেতা-কর্মীরা। কিছুদূর যাওয়ার পর সেই মিছিলও আটকে দিলে পুলিশ-বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি। প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টো নাগাদ ফের পরিবর্তন যাত্রা শুরু হয়।
পরিবর্তন যাত্রার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কল্যাণ চৌবে জানান, ‘‘আমরা নির্দিষ্ট রাস্তা দিয়েই পরিবর্তন যাত্রা করছি। কিন্তু পুলিশ আটকেছে। আমরা পুলিশের বাধা মানব না। আমরা যে কোন মূল্যে পরিবর্তন যাত্রা এগিয়ে নিয়ে যাব ৷’’
তবে বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি বলে দাবি করেছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, সকাল ৮টায় পরিবর্তন যাত্রা শুরু করার কথা থাকলেও তা হয়নি। অনেকে দেরি করে শুরু হয়েছে। জঙ্গিপুরের পুলিশ জেলার SP ওয়াই রঘুবংশী জানিয়েছেন, আমরা পরিবর্তন যাত্রা আটকাইনি। সকালে যেহেতু ১২টা পর্যন্ত কর্মসূচি ছিল, তাই সেই সময় পেরিয়ে যাওয়ায় বিজেপি নেতা-কর্মীদের বিরতি নেওয়ার অনুরোধ করা হয়।
৬ ফেব্রুয়ারি নদিয়ার শ্রীচৈতন্যধাম নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন জে পি নাড্ডা। পরিবর্তন যাত্রার সূচনার ৩ দিনের মাথায় মুর্শিদাবাদের বেলডাঙায় বিজেপির রথ আটকায় পুলিশ। রথের রুট নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলল পুলিশ-বিজেপি বচসা। পরে প্রশাসনের রুটেই এগিয়ে যায় রথ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাগরদিঘিতে উঠল পরিবর্তন যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ।