WB Election 2021 News: পূর্ব বর্ধমানে ছেঁড়া হল বিজেপি-তৃণমূলের পতাকা-ফ্লেক্স, অভিযোগ একে অপরের বিরুদ্ধে
শুক্রবার পূর্ব বর্ধমানের মানকরে ঢুকেছে বিজেপির পরিবর্তন যাত্রা। তার কয়েক ঘণ্টা আগে পুড়িয়ে দেওয়া হল বিজেপির পতাকা ও তোরণ। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হল সেই মানকরেই।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান: বিজেপির পরিবর্তন যাত্রা এসে পৌঁছনোর আগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মানকর। বিজেপির পতাকা ও তোরণ খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে দলীয় ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। সবমিলিয়ে চরমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা।
শুক্রবার পূর্ব বর্ধমানের মানকরে ঢুকেছে বিজেপির পরিবর্তন যাত্রা। তার কয়েক ঘণ্টা আগে পুড়িয়ে দেওয়া হল বিজেপির পতাকা ও তোরণ। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হল সেই মানকরেই।
এক কিলোমিটারের মধ্যে জোড়া ঘটনা ঘিরে শুক্রবার দিনভর উত্তপ্ত রইল এলাকা। বিজেপির অভিযোগ, ভয় পেয়ে এ ধরনের কাজ করছে তৃণমূল। পূর্ব বর্ধমানের বিজেপি জেলা সভাপতি রমন শর্মা জানান, ‘‘আমাদের পরিবর্তন যাত্রার রথ আসবে তার জন্য ফ্লেক্স, পতাকা লাগানো হয়, ভয় পেয়ে তৃণমূলের লোকেরা এসব করেছে ৷’’
অভিযোগ অস্বীকার করে দলীয় ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় পাল্টা বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। গলসি ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দিদির নামে লাগানো ফ্লেক্স ওরা ছিঁড়ে দিয়েছে, পুলিশকে বলেছি তদন্ত করে দেখতে, এটা বিজেপির সংস্কৃতি ৷’’
যে এলাকায় পতাকা পোড়ানো ও ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় দিনভর গন্ডগোল সেই পূর্ব বর্ধমানের মানকর গলসি বিধানসভার অন্তর্গত। ২০১৬-র বিধানসভা ভোটে তৃণমূল গলসিতে বড় ব্যবধান জিতলেও উনিশের লোকসভা ভোটে গলসি থেকে ভাল লিড পায় বিজেপি ৷
স্থানীয় সূত্রে দাবি, লোকসভা ভোটে গলসিতে বিজেপির উত্থানের পর থেকেই দামোদরের পাড়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক সংঘাত।