এক্সপ্লোর
Advertisement
WB Election 2021 LIVE: আপাতত রাজনীতি থেকে বিদায় নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানালেন লক্ষ্মীরতন শুক্ল
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ট্য়াংরায় বাঁশ, বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হল বিজেপি নেতাকে। অভিযোগ তৃণমূলের দিকে। তাঁর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি করেছে বিজেপি।
LIVE
Background
কলকাতা: ট্যাংরায় এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাঁশ দিয়ে মারার পর বন্দুকের বাঁট দিয়ে ওই নেতার মাথায় সজোরে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।
আক্রান্ত নেতার নাম রাজু চৌধুরী, তিনি বেলেঘাটা দক্ষিণ মণ্ডলের সহ সভাপতি। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, মারধরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর একটি চোখ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
22:35 PM (IST) • 05 Jan 2021
শুভেন্দু অধিকারীর পর এবার মন্ত্রিত্ব ও সাংগঠনিক পদ ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, একাধিক পদে থাকলেও তিনি কাজ করতে পারছিলেন না। ইস্তফা গ্রহণ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্মীরতন খেলার জগতে ফিরতে চেয়েছেন।
21:14 PM (IST) • 05 Jan 2021
সোমবার শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকের পর মঙ্গলবার আলিপুরদুয়ারে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য দলের অভ্যন্তরীন ফাটল ভরানো। দুপুরে পুজো দিলেন তিস্তা কালীবাড়িতে। তৃণমূল সাংসদের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
17:49 PM (IST) • 05 Jan 2021
ঘনিষ্ঠ মহলে বিস্ফোরক লক্ষ্মীরতন শুক্ল। ‘সাড়ে ৪ বছরের মন্ত্রিত্বে একটিও ফাইল আসেনি। মন্ত্রী হওয়া সত্ত্বেও দেওয়া হয়নি কোনও প্রশাসনিক ক্ষমতা। ৬ মাস আগে শহর সভাপতির দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটি তৈরির জন্য নেতৃত্বকে তালিকা পাঠিয়েছিলাম। কোনও কমিটি তৈরি হয়নি, হয়নি ব্লক সভাপতিও বদলও। মানুষ ভোট দিয়েছে, পুরো মেয়াদ বিধায়ক থাকব। মানুষের রায়কে সম্মান জানিয়ে বিধায়ক পদে ইস্তফা নয়। ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে বেশি সময় মনোনিবেশ করতে চাই।’ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল।
17:24 PM (IST) • 05 Jan 2021
‘মিছিলে অনুপস্থিত থাকার জন্য বিজেপির ক্ষমা চাইছি। শারীরিক অসুস্থতার কারণেই মিছিলে যেতে পারিনি। যদি অন্য কারণে না যেতাম তবে জানিয়ে দিতাম। কেউ কেউ সংশয় তৈরি করার চেষ্টা করছে। কেউ কেউ বলেছে, শোভনের মিছিল, আমার নাম নেই। শোভনের মিছিল হলেও আমি যেতাম। কারণ আমি বিজেপির একজন কর্মী। দল সুনির্দিষ্টভাবে আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিতে পিছপা হইনি। এটাই প্রথম বা শেষ মিছিল নয়। এরপরেও বহু মিছিল হবে, আমাদের দেখা যাবে। আমাদের নামে মিছিল বলেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’ এবিপি আনন্দকে জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
16:18 PM (IST) • 05 Jan 2021
ফের মন্ত্রিসভার বৈঠকে গরহাজির রাজীব বন্দ্যোপাধ্যায়। পরপর চারটি মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত রাজীব। অসুস্থ থাকায় অনুপস্থিত, ঘনিষ্ঠমহলে জানালেন রাজীব। অরূপ রায়, সুজিত বসু, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ- রাজ্যের আরও ৪ মন্ত্রীও মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত। ‘করোনার জন্য আসতে পারেনি উত্তরবঙ্গের মন্ত্রীরা।’ কলকাতায় নেই দমকলমন্ত্রী সুজিত বসু, খবর নবান্ন সূত্রে।
Load More
Tags :
Suvendu-Dilip Joint Rally Jhargram West Midnapore Prashant Kishore WB Elections 2021 TMC BJP Congress WB Polls With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Abhishek Banerjee Mamata Banerjee Amit Shah Dilip Ghoshবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement