WB Election 2021 LIVE Updates: ‘সুভাষবাবু কেরিয়ারের কথা যদি ভাবতেন, কে দিত স্বাধীনতা আন্দোলনে প্রেরণা?’ নেতাজিকে স্মরণ অমিত শাহর
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Background
আজ বেলা ১২টা নাগাদ ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠান অমিত শাহর। সেখানে বাংলার মনীষীদের শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
দুপুরে মেদিনীপুরে পথসভা ও পরিবর্তন যাত্রায় অংশ নেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আজ কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও প্রতিবাদ মিছিল করবে বিজেপি রাজ্য শিক্ষক সেল। উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। মিছিল শেষে ধর্মতলায় সভা। উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরা, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বঙ্গ-বিজেপির একাধিক নেতা।
Amit Shah LIVE: ‘ঋষি অরবিন্দ বলেছিলেন, ভারত উন্নতির শীর্ষে যাবে’, মন্তব্য অমিত শাহর
ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় গ্রন্থাগারের কর্মসূচিতে অমিত শাহ বলেন,‘বিপ্লবীদের স্মরণ করেন, শ্রদ্ধা করেন এমন যুবা প্রজন্মই চাই। স্বাধীনতা আন্দোলনে অনেকে সর্বস্ব সঁপে দিয়েছেন। সবার বলিদানের জোরে আজ ভারত স্বাধীন। ঋষি অরবিন্দ বলেছিলেন, ভারত উন্নতির শীর্ষে যাবে।’
Amit Shah LIVE: ‘সুভাষবাবু কেরিয়ারের কথা যদি ভাবতেন, কে দিত স্বাধীনতা আন্দোলনে প্রেরণা?’, নেতাজিকে স্মরণ করে মন্তব্য অমিত শাহর
ন্যাশনাল লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ জাতীয় গ্রন্থাগারের কর্মসূচিতে অমিত শাহ বলেন, ‘স্মরণ করা হচ্ছে ক্ষুদিরামের মতো বিপ্লবীদের। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা সহজ নয়। কেরিয়ারের কথা যদি ভাবতেন সুভাষবাবু, কে দিত স্বাধীনতা আন্দোলনে প্রেরণা?’






















