WB Election 2021 LIVE Updates: যতই সিবিআই লাগান, কিছুই করতে পারবেন না: অভিষেক
West Bengal Assembly Election 2021 LIVE Updates: ঠাকুরনগরে ১১ ফেব্রুয়ারি অমিত শাহর সভার পাল্টা সভা আজ অভিষেকের। নাড্ডার সফরের দিনই উত্তর ২৪ পরগনায় অভিষেক। নজরে মতুয়া ভোট। সভা করবেন যুব তৃণমূল সভাপতি।
LIVE
![WB Election 2021 LIVE Updates: যতই সিবিআই লাগান, কিছুই করতে পারবেন না: অভিষেক WB Election 2021 LIVE Updates: যতই সিবিআই লাগান, কিছুই করতে পারবেন না: অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/25/55e5906d684aedf07f28aabf7adc250c_original.jpg)
Background
ভোটমুখী বাংলায় ফের রাজ্যে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ব্যারাকপুরে রথযাত্রা কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত হবে এই পরিবর্তন যাত্রা।
দুপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায় আসছেন জে পি নাড্ডা। দুপুর ১টা নাগাদ যাবেন সেখানে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যাবেন বঙ্কিম সংগ্রহশালায়। কথা বলবেন ট্রাস্টি সদস্যদের সঙ্গে।
সেখান থেকে যাবেন গৌরীপুরে। জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতী সভাপতি। এরপর যাবেন ব্যারাকপুর মসজিদ মোড় এলাকায়। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা।
বিকেলে যাবেন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরপর যাবেন ধোবিঘাটে। সেখানে মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
WB Election 2021 LIVE: সায়েন্স সিটিতে বিশিষ্টদের সঙ্গে নাড্ডার সভায় গিয়েই ফিরলেন শোভন-বৈশাখী
সায়েন্স সিটিতে বিশিষ্টজনদের সঙ্গে সভা জে পি নাড্ডার। অডিটোরিয়ামে গিয়েই ফিরলেন শোভন-বৈশাখী। বসার আসন না পেয়েই ফিরলেন, খবর সূত্রের।
‘জে পি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, অন্য কাজ আছে’,দাবি শোভন চট্টোপাধ্যায়ের
WB Election 2021 LIVE: 'মানুষ গণতান্ত্রিক উপায়েই জবাব দেবে'
অভিষেক বলেছেন, ‘তুমিও মানুষ, তফাৎ শুরু শিরদাঁড়ায়। যা করার করে নাও, মানুষ গণতান্ত্রিক উপায়েই জবাব দেবে।
জীবিত প্রধানমন্ত্রীর নামে আস্ত স্টেডিয়ামের নামকরণ হল। তফশিলি জাতিভুক্ত রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধন করানো হল।
আপনারা কি এর সমর্থন করেন?’
WB Election 2021 LIVE: 'আমার গলা কেটে দিলেও, জয় বাংলা বেরোবে'
‘আপনি সিবিআইকে পারলে লাগিয়ে দিন, কিছু করতে পারবেন না।
আপনি আমার গলা কেটে দিলেও, জয় বাংলা বেরোবে।’
WB Election 2021 LIVE:'অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ আটকাতে পারেননি কেন?'
অভিষেক বলেছেন, অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ আটকাতে পারেননি কেন?’রাষ্ট্রপতি তফশিলি জাতিভুক্ত বলে রামমন্দির উদ্বোধনে ডাকা হয়নি।’
WB Election 2021 LIVE:'স্কুটার, স্মার্ট ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, কিন্তু স্বাস্থ্যসাথী সবার জন্য'
অভিষেক বলেছেন, ‘আয়ুষ্মান ভারত ১ কোটি ১২ লক্ষ মানুষের জন্য। অথচ স্বাস্থ্যসাথী বাংলার সবার জন্য’
আপনার বাড়িতে স্কুটার, স্মার্ট ফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না’।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)