এক্সপ্লোর
Advertisement
WB Election 2021 LIVE: ‘ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে’, রাজ্যের কিষাণ-নিধি প্রকল্পে সায় নিয়ে কটাক্ষ শুভেন্দুর
West Bengal Assembly Election 2021 LIVE Updates: তমলুকের সভা থেকে তৃণমূলেকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা
LIVE
Background
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বাগদায় মতুয়াদের সভায় যোগ দিতে এসে মাঝপথ থেকেই ফিরে গেলেন শান্তনু ঠাকুর। বাগদার রামনগরে গতকাল সিএএ-র সমর্থনে মতুয়া সেনা এই সভার আয়োজন করে। বাগদা বাজার থেকে আয়োজকরা শান্তনু ঠাকুরকে পদযাত্রা করে সভাস্থলে যাওয়ার কথা বললে তিনি সেখান থেকেই ফিরে যান।
বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সুব্রত ঠাকুর সভাস্থলে গেলেও মঞ্চে না উঠেই ফিরে যান। যদিও মতুয়া সেনার পক্ষ থেকে জানানো হয়, হঠাৎ দরকারি কাজ এসে যাওয়ায় ফিরে গিয়েছেন শান্তনু ঠাকুর।
19:52 PM (IST) • 07 Jan 2021
WB Election 2021 LIVE: তৃণমূলের দুই বেসুরো নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও রথীন চক্রবর্তীর বৈঠক
অরণ্য ভবনে বৈঠক তৃণমূলের দুই বেসুরো নেতার। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। দু’জনের মধ্যে ঘণ্টাখানেক বৈঠক হয়। বৈঠকের পর রথীন চক্রবর্তী দাবি করেন, অসুস্থ রাজীবকে দেখতে এসেছিলেন। এদিন, আরও একবার দলের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র। এখনও রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অরণ্য ভবনে বৈঠক তৃণমূলের দুই বেসুরো নেতার। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। দু’জনের মধ্যে ঘণ্টাখানেক বৈঠক হয়। বৈঠকের পর রথীন চক্রবর্তী দাবি করেন, অসুস্থ রাজীবকে দেখতে এসেছিলেন। এদিন, আরও একবার দলের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র। এখনও রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
19:18 PM (IST) • 07 Jan 2021
WB Election 2021 LIVE: সাংবিধানিক ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিনয় তামাঙ্গের
সাংবিধানিক ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিনয় তামাঙ্গ। চিঠিতে দার্জিলিঙের পার্বত্য অঞ্চল, তরাই, ডুয়ার্স ও গোর্খাদের সাংবিধানিক ন্যায় বিচার চাওয়া হয়েছে। মোদিকে পাঠানো চিঠিতে গোর্খাদের দীর্ঘদিনের ইতিহাসের কথা উল্লেখ করেছেন বিনয় তামাঙ্গ।
সাংবিধানিক ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিনয় তামাঙ্গ। চিঠিতে দার্জিলিঙের পার্বত্য অঞ্চল, তরাই, ডুয়ার্স ও গোর্খাদের সাংবিধানিক ন্যায় বিচার চাওয়া হয়েছে। মোদিকে পাঠানো চিঠিতে গোর্খাদের দীর্ঘদিনের ইতিহাসের কথা উল্লেখ করেছেন বিনয় তামাঙ্গ।
17:45 PM (IST) • 07 Jan 2021
WB Election 2021 LIVE: ‘কাল মহা সমাবেশ, এক নেত্রী বলেছিলেন আসব, এখন পগারপার’, মমতাকে আক্রমণ শুভেন্দুর
তমলুকের সভা থেকে তৃণমূলেনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘কাল মহা সমাবেশ, এক নেত্রী বলেছিলেন আসব, এখন পগারপার।’ তিনি বলেন, ‘তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। যাঁরা ক্রীতদাস তাঁরা থাকবেন, যাঁদের আত্মসম্মান আছে তাঁরা থাকবেন না।’
তমলুকের সভা থেকে তৃণমূলেনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘কাল মহা সমাবেশ, এক নেত্রী বলেছিলেন আসব, এখন পগারপার।’ তিনি বলেন, ‘তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। যাঁরা ক্রীতদাস তাঁরা থাকবেন, যাঁদের আত্মসম্মান আছে তাঁরা থাকবেন না।’
17:41 PM (IST) • 07 Jan 2021
WB Election 2021 LIVE: ‘ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে’, রাজ্যের কিষাণ-নিধি প্রকল্পে সায় নিয়ে কটাক্ষ শুভেন্দুর
তমলুকের সভা থেকে তৃণমূলেনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘অর্জুনের ছেলের কাছে ভোটে হেরেছেন, আবার বড় বড় কথা। এখন বলছে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প চালু করলাম। ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে।’
তমলুকের সভা থেকে তৃণমূলেনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘অর্জুনের ছেলের কাছে ভোটে হেরেছেন, আবার বড় বড় কথা। এখন বলছে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প চালু করলাম। ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে।’
16:09 PM (IST) • 07 Jan 2021
WB Election 2021 LIVE: ‘কোথাও যোগদানের প্রশ্ন নেই, সব কথা প্রকাশ্যে বলতে চাই না’, বললেন লক্ষ্মীরতন
‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। বিরোধী দলের নেতাদের উপরেও কোনও ক্ষোভ নেই। রাজ্যে আমরা হিংসা দেখতে পছন্দ করি না। সমাজে বিভেদ কখনই কাম্য নয়। হিংসা থেকে সকলে দূরে থাকুন। ক্রীড়বিদ হিসেবে সব রাজনৈতিক দলকে সম্মান জানাই। রাজনীতি থেকে আপাতত সরছি, কোথাও যোগদানের প্রশ্ন নেই। সব কথা প্রকাশ্যে বলতে চাই না।’
‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। বিরোধী দলের নেতাদের উপরেও কোনও ক্ষোভ নেই। রাজ্যে আমরা হিংসা দেখতে পছন্দ করি না। সমাজে বিভেদ কখনই কাম্য নয়। হিংসা থেকে সকলে দূরে থাকুন। ক্রীড়বিদ হিসেবে সব রাজনৈতিক দলকে সম্মান জানাই। রাজনীতি থেকে আপাতত সরছি, কোথাও যোগদানের প্রশ্ন নেই। সব কথা প্রকাশ্যে বলতে চাই না।’
Load More
Tags :
Midnapore Sabang West Midnapore Suvendu Adhikari Rally Jalpaiguri Abhishek Banerjee Party Meet Prashant Kishore Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Polls With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 BJP TMC WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Abhishek Banerjee Mamata Banerjee Amit Shah Dilip Ghoshবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement