Mamata Purulia Rally: "বারবার ইভিএম, ভিভিপ্যাট চেক করবেন", পুরুলিয়ার সভা থেকে বার্তা মমতার
তৃণমূলনেত্রীর আশঙ্কা, ভোটের আগের দিন রেলে করে লোক আসবে...
![Mamata Purulia Rally: West Bengal election 2021: Mamata Banerjee reaction from political rally in Purulia ahead of election Mamata Purulia Rally:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/23/4d24ed29dbc70a8da6c262da31bef297_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পুরুলিয়া: বিজেপির কাছে ভোট যাওয়া রুখতে প্রত্যেক ৩০টি ভোটের পর ইভিএম পরীক্ষা করে দেখে নেওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ পুরুলিয়ায় তিনটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে পারা, এরপর কাশীপুর ও সবশেষে রঘুনাথপুর বিধানসভায় নির্বাচনী প্রচার করেন তৃণমূলনেত্রী।
সেখানে তিনি নতুন ইভিএম পরীক্ষা করে দেখার পাশাপাশি, ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন ইভিএম পরীক্ষা করে দেখার পরামর্শ দেন। তৃণমূলনেত্রী বলেন, নতুন ভোট মেশিন দিলে দেখে নিতে হবে। বারবার এইভিএম চেক করবেন। ভিভিপ্যাট দেখে নেবেন। নইলে বিজেপি ভোট ভরে রেখে দেবে।
তৃণমূলনেত্রীর আশঙ্কা, ভোটের আগের দিন রেলে করে লোক নিয়ে আসবে। এই জন্য ভোট রক্ষা করতে এজেন্টদের উদ্যোগী হতে বলেন তিনি। এজেন্টদের উদ্দেশ্যে মমতা বলেন, এজেন্টদের ভোট রক্ষা করতে হবে। আপনার ভোটের দাম অনেক বেশি। বাইরের লোক এলে পুলিশকে খবর দেবেন।
এখানেই শেষ নয়। ভোট হয়ে গেলে ভোটের মেশিন পাহারা দেওয়ার পরামর্শও দেন মমতা। বলেন, ভোট হয়ে গেলে ভোটের মেশিন পাহারা দিতে হবে। স্টেট পুলিশ যদি ইলেকশনের আন্ডারে হয়, তাহলে দিল্লির পুলিশও ইলেকশনের আন্ডারে হবে। তা কেন হবে না।
তাঁর দাবি, ভোটের আগে রাজ্য-সীমান্ত সিল করতে হবে। বলেন, বর্ডার সিল করতে হবে। আমি চাই নির্বাচন গণতান্ত্রিক ভাবে হোক।
এছাড়া, বিজেপির থেকে কোনও কিছু না খাওয়ার পরামর্শ এজেন্টদের দেন তিনি। বলেন, কেউ কিছু দিলে খাবেন না। বিরিয়ানিতে ওষুধ মিশিয়ে দিতে পারে। বাড়িতে মাকে বলবেন রুটি তরকারি করে দিতে। কিন্তু বিজেপির হাতের খাবার খাবেন না। মাথা উঁচু রেখে চলতে হবে।
এদিনের জনসভা থেকে বিজেপিকে দৈত্যের দল, দানবের দল বলেও কটাক্ষ করেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, বিজেপি মিরজাফরের দল। গদ্দারের দল। দানবের দল। গরিব মানুষের দল নয়। বলেন, অসমের ম্যানিফেস্টো, ত্রিপুরার ম্যানিফেস্টো নিয়ে আসুন। শিক্ষক ছাঁটাই হচ্ছে। বিজেপি থেকে সাবধান। স্টেনগান থেকে সাবধান। দানব থেকে সাবধান। দৈত্য থেকে সাবধান। দুর্যোধন থেকে সাবধান। দুঃশাসন থেকে সাবধান।
এদিন ফের মমতার মুখে ওঠে খেলা হবে স্লোগান। বলেন, খেলা হবে। বিজেপি ভাবছিল মমতার তো পায়ে মেরেছি আমরা। ওকে চোট করে দিয়েছি, বেরোতে পারবে না। আমাকে তো চেনে না। আমি এক পায়ে যা শট মারতে পারি না, ওদের এক শটে মাঠের বাইরে বের করে দেব। ওরা আমাকে চেনে না। আমি লড়াই করা লোক। আমাকে অনেক মেরেছে। আমার মাথা দিয়ে গুলি বেরিয়ে গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)