WB Election 2021 News: পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের 'গোষ্ঠীসংঘর্ষ', 'বোমা-গুলি', নিহত ১
গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মকরামপুরে
![WB Election 2021 News: পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের 'গোষ্ঠীসংঘর্ষ', 'বোমা-গুলি', নিহত ১ West Bengal Election 2021 West Midnapore TMC Factional Clash 1 dead WB Election 2021 News: পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের 'গোষ্ঠীসংঘর্ষ', 'বোমা-গুলি', নিহত ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/24/36a7971a8f158acdc09a2757fcbcf2bb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: নারায়ণগড়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ। এক গোষ্ঠীর উপর বোমা-গুলি নিয়ে হামলার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মৃত এক তৃণমূল কর্মী।
গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মকরামপুরে। তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি নাকফুঁড়ি মুর্মুকে সরিয়ে অঞ্চল সভাপতি করা হয় লক্ষ্মী শিটকে। স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে এক জায়গায় বসেছিলেন প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামীরা।
তাঁদের অভিযোগ, সেই সময় লক্ষ্মী শিটের অনুগামীরা বোমা-গুলি নিয়ে হামলা চালায়। মৃত্যু হয় সৌভিক দলুই নামে বছর পঁয়ত্রিশের এক তৃণমূল কর্মীর।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল অঞ্চল সভাপতি লক্ষ্মী শিট। অন্যদিকে, জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির অভিযোগ, ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে।
অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি সমিত দাস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)