West Bengal Elections 2021: বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের
বৈঠকে আলোচনা হয় বুথ সম্পর্কিত তথ্য, ইভিএম, ভোটার তালিকা নিয়ে
কলকাতা: ভোটমুখী বঙ্গে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক।
শুক্রবার বেঙ্গল চেম্বার অফ কমার্স ভবনে সব জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল নয়, মুখোমুখি বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই বৈঠকে বুথ সম্পর্কে তথ্য, ভোটকর্মীদের কীভাবে ব্যবহার করা যায়, ইভিএম পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে আলোচনা হয়েছে। ভোটের সময় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়টি ছুঁয়ে যাওয়া হলেও বিস্তারিত আলোচনা হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, দিল্লি থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আসতে পারেন। তার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। প্রসঙ্গত, ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে ২০১৫-র ডিসেম্বরে দিল্লি থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল।
এবারও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ডিসেম্বরে আসতে পারেন, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যে মোট বুথের সংখ্যা ৭৮ হাজার ৯০৩। মোট ভোটার সংখ্যা ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে ১৮ নভেম্বর। কাজ চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ জানুয়ারি।
নির্বাচন কমিশন সুত্রে খবর, আগামী ১ ডিসেম্বর থেকেই শুরু হবে প্রথম দফার ইভিএম পরীক্ষার কাজ।