এক্সপ্লোর
Advertisement
ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দিল নবান্ন, স্বরাষ্ট্রমন্ত্রকে যাবতীয় নথি জমা দেওয়া হবে, জানাল কেন্দ্রীয় প্রতিনিধি দল
মুখ্যমন্ত্রীকে নিয়ে উমপুন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পর প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকার সাহায্য ঘোষণা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। নবান্নের সাম্প্রতিক রিপোর্ট দেখার পর, আর্থিক সাহায্যের পরিমাণ কি বাড়াতে পারে কেন্দ্র? আশায় নবান্ন।
কলকাতা: ঘূর্ণিঝড় উমপুনে ১ লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দিল নবান্ন। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় উমপুনের দাপটে মোট ১ লক্ষ ২ হাজার ৪৪২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে নবান্নে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
নবান্নের রিপোর্টে জানানো হয়েছে, ২৮ লক্ষের বেশি কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উমপুনের দাপটে। ক্ষতির পরিমাণ ২৮ হাজার ৫৬০ কোটি টাকা। ১৭ লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে উমপুনের প্রভাবে। ক্ষতির অঙ্ক ১৫ হাজার ৮৬০ কোটি টাকা। ২৭৩টি বিদ্যুতের সাবস্টেশন ক্ষতিগ্রস্ত। ভেঙেছে ৪ লক্ষ ৪৯ হাজার ১৭৪টি বিদ্যুতের খুঁটি। সবমিলিয়ে ক্ষতির অঙ্ক ৩ হাজার ২৩০ কোটি টাকা। ঘূর্ণিঝড়ে ১ লক্ষ ৫৮ হাজার হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত। যার ক্ষতির পরিমাণ ১ হাজার ৩৩ কোটি টাকা বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পানীয় জলের ক্ষেত্রে ২ হাজার ৬০ কোটি টাকা, স্বাস্থ্যক্ষেত্রে ১ হাজার ২৭০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নবান্নের রিপোর্টে দাবি। এছাড়াও, গ্রামীণ রাস্তা-সহ কালভার্ট ও সেতু মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার ২৩৭ কোটি টাকার। উমপুনের দাপটে ১৪ হাজার ৬৪০টি স্কুল এবং ৩০১টি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষতির পরিমাণ ৭৯৩ কোটি টাকা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব অনুজ শর্মার নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল এদিন উমপুন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন। বিকেল সাড়ে তিনটের সময় তাঁরা পৌঁছন নবান্নে। এরপর মুখ্যসচিব-সহ বিভিন্ন দফতরের সিনিয়র অফিসারদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বৈঠক হয়। রাজ্য সরকারের হিসেবে, ঘূর্ণিঝড়ে কোথায় কত ক্ষতি হয়েছে, সেই রিপোর্ট তুলে দেওয়া হয় কেন্দ্রের প্রতিনিধি দলের হাতে।
এদিকে, নবান্ন সূত্রের খবর, রাজ্যের ক্ষতিপূরণের রিপোর্ট দেখার পর কেন্দ্রীয় দলের পক্ষ থেকে বলা হয়, ‘পরিস্থিতি নিজেদের চোখে দেখেছি। আরও কিছু তথ্য জানা দরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে সেই তথ্য চাওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, সোমবারের মধ্যে সেই রিপোর্ট পাঠিয়ে দেবে। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যাবতীয় নথিপত্র জমা দেওয়া হবে।’
মুখ্যমন্ত্রীকে নিয়ে উমপুন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পর প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকার সাহায্য ঘোষণা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। নবান্নের সাম্প্রতিক রিপোর্ট দেখার পর, আর্থিক সাহায্যের পরিমাণ কি বাড়াতে পারে কেন্দ্র? আশায় নবান্ন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement