West Bengal News Live: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে একটি বেসরকারি ব্যাঙ্কের ঋণ আদায়কারীকে আঘাত করে টাকা লুঠের অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকাতে মামলা আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের। দুর্গাপুজোর ভিড় দেখে বিরক্ত আদালত। আজ আদালতে আবেদনের ফের শুনানি।
LIVE
Background
কলকাতা: আজ ৪ কেন্দ্রে উপনির্বাচনের ফল। খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় প্রেস্টিজ ফাইট। গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা।
করোনাকালে ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, শেষ ১৬ মার্চ। সকাল ১১.৪৫ থেকে শুরু পরীক্ষা। ডিসেম্বরের শেষে হতে পারে টেস্ট।
২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, শেষ ২০ এপ্রিল। হোম সেন্টারেই পরীক্ষা দেবে পড়ুয়ারা। ১৫ ফেব্রুয়ারি থেকে প্র্যাকটিক্যাল।
সব বাজিতে নিষেধাজ্ঞা নয়, সুপ্রিম কোটে খারিজ হাইকোর্টের রায়। পরিবেশবান্ধব বাজি ফাটানোর অনুমতি। নিষিদ্ধ বাজিতে বহাল কড়াকড়ি।
কালীপুজো, জগদ্ধাত্রী পুজোয় ভিড় ঠেকাতে মামলা আবেদনে সাড়া হাইকোর্টের। দুর্গাপুজোর ভিড় দেখে বিরক্ত আদালত। আজ ফের শুনানি।
কাঁকুলিয়াকাণ্ডে সঙ্গী-সহ ভিকি গ্রেফতার মুম্বইয়ে। গা ঢাকা দিয়ে রক্ষীর কাজ নিয়েও নির্মীয়মাণ আবাসনের পার্কিং লট থেকে পাকড়াও।
রাজ্যে বাড়ছে আরএসএসের শাখা। কী করছে তৃণমূল, প্রশ্ন অধীরের। কেন্দ্রে ক্ষমতায় বিজেপি, রাজ্যে সঙ্ঘ শাখা গড়লে কী করে আটকাবে তৃণমূল? পাল্টা সৌগত।
বাংলাদেশে অশান্তি, মোমবাতি নিয়ে বিধানসভা প্রদক্ষিণ বিজেপির। উৎসবের জন্য অধিবেশনে না থাকার ঘোষণা। উৎসবের দিন অধিবেশন নয়, জানালেন পার্থ।
রাজ্যে একদিনে সংক্রমিত ৭২৫, মৃত ৮। ডবল ডোজ থাকলে বিমানে বাংলায় ঢোকার অনুমতি। না হলে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর রিপোর্ট।
করোনার কারণে জমি-বাড়ি রেজিস্ট্রেশনে ছাড়ের মেয়াদ বাড়াল রাজ্য। ৩১ অক্টোবরের পরিবর্তে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
সুব্রত মুখোপাধ্যায়ের ২টি ধমনীতে ব্লকেজ। অ্যাঞ্জিওপ্লাস্টিতে বসল ২টি স্টেন্ট। আপাতত ভাল আছেন পঞ্চায়েতমন্ত্রী, খবর এসএসকেএম সূত্রে।
উত্তর থেকে দক্ষিণ। একের পর এক কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
WB News Live Updates: প্রয়াত প্রাক্তণ কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি মন্ত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়
প্রয়াত প্রাক্তণ কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি মন্ত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।
West Bengal News Live: বিক্রি না হওয়া লটারির টিকিটে কোটিপতি চা-বিক্রেতা!
বিক্রি না হওয়া লটারির টিকিটে কোটিপতি চা-বিক্রেতা! ধনতেরাসের আগের রাতে সমৃদ্ধির শ্রী ফিরল অভাবের সংসারে! এবারের দীপাবলি দারুণ ভাবে স্পেশাল হতে চলেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কমল মহালদারের কাছে।
করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ
করোনাকালে কালীপুজোর জন্য গাইডলাইন প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ। প্রকাশ করা হয়েছে, কালীপুজোর গাইড ম্যাপও। জেলা পুলিশ সূত্রে খবর, কালীপুজো উপলক্ষ্যে বারাসাতে প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন।
West Bengal News Live: মুখ চেপে দমবন্ধ করে খুন করা হয় কলকাতার থিয়েটার রোডের বৃদ্ধাকে
মুখ চেপে দমবন্ধ করে খুন করা হয় কলকাতার থিয়েটার রোডের বৃদ্ধাকে। বিছানায় উপুড় হয়ে পড়েছিল রক্তাক্ত মৃতদেহ। উধাও নিহতের গয়না, মোবাইল ফোন। লুঠের উদ্দেশ্যে খুন বলে সন্দেহ পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তালিকা তৈরি হচ্ছে পরিচিতদের।>>
WB News Live Updates: কলকাতার থিয়েটার রোডের বহুতলে বৃদ্ধার রহস্যমৃত্যু
কলকাতার থিয়েটার রোডের বহুতলে বৃদ্ধার রহস্যমৃত্যু। বিছানায় উপুড় হয়ে পড়েছিল রক্তাক্ত মৃতদেহ। উধাও নিহতের গয়না, মোবাইল ফোন। খুন বলে অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তালিকা তৈরি হচ্ছে পরিচিতদের।