West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৬০৩ জন, মৃত্যু ১৪ জনের
Get the latest West Bengal News and Live Updates: করোনার জন্য অনুমতি না মেলায় বিজেপির সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ত্রিপুরায় একই কারণ দেখানো হলে, এখানে কীসের আপত্তি? প্রশ্ন তৃণমূলের।
LIVE
Background
কলকাতা: বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলার সন্ত্রাস প্রসঙ্গ। ভোটের পর খুন ৫৩ কর্মী, ঘরছাড়া কর্মীরা। দাবি নাড্ডার। মিথ্যা অভিযোগ, কোনও সন্ত্রাস হয়নি, পাল্টা সৌগত।
বাংলায় অতুলনীয় উত্থান। বিধানসভায় ৭৭ আসনে জয়। বাংলায় নতুন অধ্যায় রচনা করবে বিজেপি। মন্তব্য নাড্ডার। উপনির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত, পাল্টা তৃণমূল।
কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন দল দেখে দেওয়া হচ্ছে বাংলায়। অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির। কোনও দলবাজি হয়নি। নিয়ম মেনেই ভ্যাকসিন বন্টন। পাল্টা সৌগত।
কেন্দ্রের বিনামূল্যে রেশন বন্ধের প্রতিবাদে মোদিকে চিঠি। আরও ৬ মাস চালু রাখার আবেদন সৌগতর। একই দাবি বামেদেরও। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, যুক্তি ধর্মেন্দ্র প্রধানের।
কেন্দ্র শুল্ক কমালেও পেট্রোপণ্যে ভ্যাটে ছাড় দেয়নি বাংলা। অসমে গিয়ে তেল কিনতে বাধ্য হচ্ছেন মানুষ। আক্রমণ নিশীথের। উপনির্বাচনে ধাক্কা খেয়ে নাটক করছে, পাল্টা চন্দ্রিমা।
পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবি। আজ রাজ্য বিজেপির মিছিলে অনুমতি দিল না পুলিশ। করোনার কারণে অনুমতি নয়, পুলিশ সূত্রে খবর। মিছিল হবেই, পাল্টা শমীক।
২২ নভেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। ১৯ ডিসেম্বর ভোট চেয়ে রাজ্যের আবেদনে সম্মতি জানিয়ে ছটপুজোর পরে চিঠি দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
পুরভোটে বাম-কংগ্রেস জোট ? আগামী সপ্তাহে বৈঠক, জানালেন বিমান। আইএসএফের সঙ্গে জোট নয়, প্রতিক্রিয়া অধীরের। মানুষের জন্য লড়াই চলবে, প্রতিক্রিয়া আব্বাসের।
ভাঙড়ের বৈরামপুরে ধুন্ধুমার। পদ্মপুকুরে আব্বাস সিদ্দিকির সভায় যোগ দিতে বাধা পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ। আহত ৪ পুলিশকর্মী। অনুমতি ছিল না, দাবি পুলিশের।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতা খুন। রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে-কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা শাসকদল।
দল ছাড়তে বলায় ফের দিলীপকে খোঁচা তথাগতর। স্বেচ্ছায় দল ছাড়ছি না। দল ছাড়লে গোপন তথ্য ফাঁস হত, হুঁশিয়ারি তথাগতর। ব্যক্তিগত ইগোর জন্য দলাদলি পাপ, পাল্টা দিলীপ।
দলত্যাগে বিজেপির কিছু এসে যায় না। জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার ঘোষণাকে কটাক্ষ সুকান্তর। উপনির্বাচনে জামানত জব্দ, কেন ইস্তফা নয় ? পাল্টা জয়।
পুরভোটের আগে কুণাল ঘোষের নামে আরও ৩টি মামলা ত্রিপুরা সরকারের। পরিকল্পিত মামলা, আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। আইন ভাঙায় ব্যবস্থা, পাল্টা বিজেপি।
অশালীন আচরণের প্রতিবাদ করায় দোকানে মহিলাকে খুন করে দেহ ফেলা হয় রাস্তার ধারের গর্তে। পুলিশের সিজার লিস্টের সাক্ষীও হয় ধৃত। ঠাকুরপুকুরে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য।
রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি রেখে মা উড়ালপুল থেকে ঝাঁপ। হাসপাতালে মৃত্যু চালকের। কী কারণে ঝাঁপ ? তদন্তে পুলিশ।
উদ্বেগ বাড়িয়ে করোনায় রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত সাতশো পার। দেশে করোনায় ৩৪ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। একলাফে ৫২৬ জনের মৃত্যু।
বাধাহীন উত্তুরে হাওয়ার দাপট। ভরা হেমন্তে রেকর্ড পারদ-পতন কলকাতায়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দার্জিলিঙে পারদ আটের নীচে।
WB News Live Updates: ছট পুজোর আগে এবারও রবীন্দ্র সরোবরের গেট আটকাতে তত্পর পুলিশ
ছট পুজোর আগে এবারও রবীন্দ্র সরোবরের গেট আটকাতে তত্পর পুলিশ। সরোবরের ১৬টি গেটই বাঁশ, টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রবীন্দ্র সরোবরে সাধারণের প্রবেশ নিষেধ বলে জানিয়েছে পুলিশ।
West Bengal News Live: রাসবিহারী থেকে বেহালাগামী অটোতে তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে
রাসবিহারী থেকে বেহালাগামী অটোতে তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। অটো থেকে নামার পর রাস্তায় তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ।
WB News Live Updates: ডাউন ঠাকুরনগর লোকালের ধাক্কায় মৃত্যু দু'জনের
ডাউন ঠাকুরনগর লোকালের ধাক্কায় মৃত্যু দু'জনের। অশোকনগর রোড ও গুমা স্টেশনের মাঝে ঘটে দুর্ঘটনাটি। ঘটনাস্থলে বনগাঁ জিআরপি।
West Bengal News Live: রায়গঞ্জে নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে যুবককে গণপিটুনি স্থানীয়দের
নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি স্থানীয়দের। রায়গঞ্জ হাসপাতালে ভর্তি অভিযুক্ত। থানায় অভিযোগ দায়ের অভিযোগকারিণীর পরিবারের
WB News Live Updates: ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল, হাইকোর্টে জনস্বার্থ মামলা
১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল, হাইকোর্টে জনস্বার্থ মামলা। পরিকল্পনা ছাড়াই নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর অভিযোগ। ১৮ বছরের কম হওয়ায় পড়ুয়াদের টিকাকরণ হয়নি, অসুস্থ হওয়ার আশঙ্কা’, সময় কমিয়ে কীভাবে ক্লাস, বিশেষ কমিটি চেয়ে জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা