West Bengal News Live: ২০২২-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা
Latest West Bengal News and Live Updates: করোনাকালে আগামী বছর ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল, শেষ ২০ এপ্রিল। মাধ্যমিক হবে অন্য স্কুলে।
LIVE
Background
কলকাতা: ত্রিপুরায় নিঃশব্দ বিপ্লব শুরু। বিপ্লব দেব এখন বিগ ফ্লপ দেব। আজ খুঁটি পুজো, তেইশে বিজেপিকে বিসর্জন। ত্রিপুরার দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের। জামানত বাজেয়াপ্ত হবে, পাল্টা সুকান্ত।
বিজেপির ডবল ইঞ্জিন মানে রাজ্যেও চুরি, কেন্দ্রেও চুরি। ভবিষ্যতে দিল্লি পরিচালনা করবে ত্রিপুরা। ২০২৩ সাল পর্যন্ত মাটি আঁকড়ে পড়ে থাকব। হুঁশিয়ারি অভিষেকের। লাভ হবে না, পাল্টা বিজেপি।
নভেম্বরে বারবার আসব ত্রিপুরায়। ডিসেম্বরে আস্তাবল ময়দানে সভা মমতার। ঘোষণা অভিষেকের। বারবার যান, কে বারণ করেছে। পাল্টা বিজেপি।
ত্রিপুরায় অভিষেকের উপস্থিতিতে ৯ মাস পরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলে ত্রিপুরায় বিজেপি ত্যাগী বিধায়ক। লাইনে আরও ১৫ বিধায়ক, দাবি অভিষেকের।
জেদের বশে ভুল করেছিলাম, ক্ষমা চাইছি। তৃণমূলে যোগ দিয়ে প্রতিক্রিয়া রাজীবের। পদত্যাগ করে দল ছাড়লে ভালো হত, বললেন সুকান্ত। দুর্নীতিগ্রস্তরা ফের দলে কেন ? ক্ষুব্ধ কল্যাণ।
অনেক দালাল নির্বাচনের আগে বিজেপিকে ঢুকেছিলেন। কিছু রয়েছেন, বাদ দেব। ফেসবুকে বিস্ফোরক দিলীপ ঘোষ। শুভেন্দুকে ইঙ্গিত ? প্রশ্ন কুণালের। দিলীপের ক্ষমতাই নেই, আক্রমণ সৌগতর।
কৈলাস বিজয়বর্গীয়কে ঘৃণা করি। অরবিন্দ মেনন নিচুস্তরের লোক। ফের বিস্ফোরক বিজেপি নেতা তথাগত রায়। মন্তব্যে নারাজ বিজেপির রাজ্য সভাপতি।
২৯ নভেম্বর অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট। ঘোষণা নির্বাচন কমিশনের। একই দিনে কেরলের একটি আসনে উপনির্বাচন।
৬ মাস বন্ধ থাকার পর ফের চলল লোকাল ট্রেন। খুশি যাত্রীরা। কোথাও মিষ্টিমুখ। কোথাও প্রণাম করে ট্রেনে হকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার নিয়ম থাকলেও কিছু জায়গায় বিধিভঙ্গ।
মনোহরপুকুর রোডে স্ত্রীকে খুন করে মেয়েকে কোপ বাবার। শ্বশুরের অফিসে কাজ ছাড়িয়ে দেওয়ায় অশান্তি। বচসার জেরে স্ত্রীকে খুন। অনুমান পুলিশের। গ্রেফতার স্বামী।
রায়নায় বড়বাজারের ব্যবসায়ী খুনে নারকেলডাঙা থেকে গ্রেফতার সুপারি কিলার সহ ২। নেপথ্যে ব্যবসায়ীর আত্মীয়ের হাত, অনুমান পুলিশের। অভিযুক্তের খোঁজে তল্লাশি।
খুনের নেপথ্যে আত্মীয় ?
ফের ডেঙ্গির থাবা। হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর। পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ মৃতের পরিবারের। মানতে নারাজ পুরপ্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান।
রাজ্যে করোনায় ফের বাড়ল মৃত্যু, দৈনিক সংক্রমণ ৯০০ পার। দেশে কমল দৈনিক মৃত্যু, আক্রান্ত ১২ হাজার ৮৩০। ৮ মাসে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস।
West Bengal News Live: সাধক বামাখ্যাপার বংশধরেরা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন রায়গঞ্জ আদি করুনাময়ী কালী মন্দিরে
সাধক বামাখ্যাপার বংশধরেরা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন রায়গঞ্জ আদি করুনাময়ী কালী মন্দিরে। এখানে তন্ত্রমতে পূজিতা হন দেবী। দূরদূরান্ত থেকে প্রতিবার ভক্তরা পুজো দিতে আসেন এই মন্দিরে।
WB News Live Updates: গানেও ফুটে উঠল শোভন-বৈশাখীর প্রেম-কথা, গাইলেন অনীক ধর
তাঁদের ভালবাসার গল্প এখন লোকের মুখে মুখে। এবার গানেও ফুটে উঠল শোভন-বৈশাখীর প্রেম-কথা। গাইলেন অনীক ধর। এখনও গানটি শোনেননি বলে জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
West Bengal News Live: রায়নায় ব্যবসায়ী খুনেরর জন্য সুপারি দেওয়া হয়েছিল ৫০ লক্ষ টাকা
রায়নায় ব্যবসায়ী খুনেরর জন্য সুপারি দেওয়া হয়েছিল ৫০ লক্ষ টাকা। পুলিশের দাবি, ধৃতরা জানিয়েছে ২০ লক্ষ টাকা তারা পেয়ে গিয়েছিল। এরই মধ্যে পুলিশের হাতে এসেছে খুনের আগের একটি টোলবুথের সিসিটিভি ফুটেজ। সেই সূত্র ধরে অধরা আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
WB News Live Updates: ওড়িশায় গ্রেফতার ভুয়ো চিকিত্সক, ডাক্তারির জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে কলকাতা থেকে, দাবি ওড়িশা পুলিশের
ওড়িশায় গ্রেফতার ভুয়ো চিকিত্সক। ডাক্তারির জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে কলকাতা থেকে, দাবি ওড়িশা পুলিশের। পুলিশ সূত্রে খবর, ওড়িশার নয়াগড়ে তিনতলা নার্সিংহোম খুলে বেআইনি গর্ভপাতের ব্যবসা ফেঁদেছিল বিশ্বনাথ ঘাদেই নামে ওই ব্যক্তি। গ্রেফতারের পর ধৃতের কলকাতা-যোগ খুঁজে পায় ওড়িশা পুলিশ।তদন্তে নেমে আজ বৌবাজার থানা এলাকার বো স্ট্রিটে হানা দেয় তারা। স্থানীয়দের দাবি, জাল সার্টিফিকেট ইস্যুর অভিযোগ পেয়ে ২০১৮-য় এখানে হানা দেয় সিআইডি। সংস্থার অফিস সিল করে দেওয়া হয়। বর্তমানে ওই জায়গায় বহুতল তৈরি হচ্ছে। জমির মালিক পেশায় চিকিত্সক। তাঁর দাবি, একজনকে ভাড়া দিয়েছিলেন। ওই ভাড়াটে সেটি সাবলেট করে।
West Bengal News Live: সল্টলেক সেক্টর ফাইভে বিধাননগর কমিশনারেটের অভিযান
সল্টলেক সেক্টর ফাইভে বিধাননগর কমিশনারেটের অভিযান। রাস্তায় মাস্ক ছাড়া কাউকে দেখলেই জরিমানা। মাস্কবিহীন কাউকে দেখলেই ৫০০ টাকার জরিমানা।
বাদ যাননি গাড়ি-অটোচালক, বাইক আরোহীরাও।