West Bengal News Live: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৭০৫, মৃত্যু ১৫ জনের
Get the latest West Bengal News and Live Updates:সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়তে চলেছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্য। ৭২ ঊর্ধ্বয় থাকা যাবে না সিপিএমের রাজ্য কমিটিতে।
LIVE
Background
কলকাতা: মুচিপাড়ায় ইভিটিজিংয়ের অভিযোগ ঘিরে ধুন্ধুমার। লাথি মেরে দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ। বাবা প্রদীপ ঘোষের সামনেই ছেলেকে গ্রেফতার।
মুচিপাড়ায় তৃণমূলের নেতার স্ত্রীকে হেনস্থার অভিযোগ ক্লাব সদ্যস্যদের বিরুদ্ধে। মদতের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ। ক্লাব দখলের চেষ্টা। আইনি পথে ব্যবস্থা। বললেন দিলীপ ঘোষ।
বিজেপি নেতার বিরুদ্ধে অস্ত্র, মারধর, চুরির অভিযোগ। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। ক্রিমিনাল নাকি ? আক্রমণ দিলীপের। বাধা দেওয়ায় গ্রেফতার, পাল্টা ফিরহাদ। দরজা ভাঙার দৃশ্য অবাঞ্ছিত, প্রতিক্রিয়া কুণালের।
বিজেপি নেতাকে গ্রেফতারির প্রতিবাদে উত্তাল। প্রদীপ ঘোষের পরিবারের পাশে শুভেন্দু, অর্জুন, সায়ন্তন। মুক্তির দাবিতে মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ বিজেপির।
ফের মুকুলের মন্তব্যে ধোঁয়াশা। মন্তব্যে নারাজ তৃণমূল। মমতাই বলতে পারবেন মুকুল কোন দলে ? কটাক্ষ শুভেন্দুর।
দিল্লিতে বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে দিলীপ ঘোষের প্ল্যাকার্ডে কন্যাশ্রীর ভুল বানান ঘিরে বিতর্ক। বিজেপির রাজ্য সভাপতিকে মেল করে বর্ণপরিচয় উপহার কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচির।
সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়তে চলেছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্য। ৭২ ঊর্ধ্বয় থাকা যাবে না সিপিএমের রাজ্য কমিটিতে। সিদ্ধান্তের পরেই বাদ পড়তে চলেছেন সিপিএমের তিন নেতা।
রেজাল্ট বিতর্ক ও মন্তব্যের জের ? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরানো হল মহুয়া দাসকে। নতুন সভাপতি যাদবপুরের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
রাজ্যে ৩১ অগাস্ট পর্যন্ত করোনায় বিধিনিষেধ জারি। রেস্তোঁরা, বার খোলা রাত ১০.৩০ পর্যন্ত। ৫০ শতাংশ নিয়ে খুলবে স্টেডিয়াম, সুইমিং পুল। থিয়েটার, অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে ৫০ শতাংশ দর্শক।
কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণে নতুন নিয়ম। মঙ্গল, বৃহস্পতি, শনিবার দেওয়া হবে প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ সোমবার, বুধবার, শুক্রবার। জানালেন অতীন ঘোষ।
দেগঙ্গায় রাতারাতি চুরি হয়ে যাচ্ছে নদী। চরে গড়ে উঠছে ঘর-বাড়ি। নদীর মধ্যেই চলছে ভেড়ি বানিয়ে মাছচাষ। উদাসীন প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। দ্রুত পদক্ষেপের আশ্বাস বিডিওর।
বৃষ্টিতে বারবার জলমগ্ন শহর। এবার শহরের খাল ও পাম্পিং স্টেশন সংস্কারের জন্য সেচমন্ত্রীকে চিঠি ফিরহাদের। রাজ্যের মুখ্যসচিবকেও চিঠি কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের।
আরও একঘণ্টা বাড়ল রাতের মেট্রো পরিষেবা। রাত ৮টার পরিবর্তে দু’দিকের প্রান্তিক স্টেশন থেকে রাত ৯টায় ছাড়বে শেষ মেট্রো। ২২৮-এর বদলে সোমবার থেকে চলবে ২৪০টি মেট্রো।
WB News Live Updates: শহরে ফের এক ভুয়ো সরকারি আধিকারিক গ্রেফতার
শহরে ফের এক ভুয়ো সরকারি আধিকারিক গ্রেফতার। কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ধৃত কার্তিক শীল বড়তলা থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত নীল বাতি লাগানো গাড়ি চড়ে ঘুরতেন বলেও অভিযোগ।
WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৭০৫, মৃত্যু ১৫ জনের
গতকালের তুলনায় আরও খানিকটা কমল রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ। গতকাল সংখ্য়াটি ছিল ৭৩৯। শনিবার প্রকাশিত রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭০৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৩৭, ৮৯০ জন। বুলেটিনের হিসেব অনুযায়ী আজ ১৪ অগাস্ট রাজ্যে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১০,০৭৮ জন। গতকালের তুলনায় যা ৩১ জন কম।
WB News Live Updates: ত্রিপুরায় বদলের ডাক দিয়ে, সোমবার খেলা হবে দিবস পালন করবে তৃণমূল
ত্রিপুরায় বদলের ডাক দিয়ে, সোমবার খেলা হবে দিবস পালন করবে তৃণমূল। ষড়যন্ত্র হলে পাল্টা প্রতিরোধ হবে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। পাল্টা বামেদের দাবি, অরাজনৈতিক স্লোগানে ভরসা করবে না ত্রিপুরার মানুষ।
WB News Live Updates: সোশাল মিডিয়ায় ওয়ার্ক ফ্রম হোমের বিজ্ঞাপন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গুজরাত থেকে গ্রেফতার ২
সোশাল মিডিয়ায় ওয়ার্ক ফ্রম হোমের বিজ্ঞাপন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে গুজরাত থেকে ২ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন ও বেসরকারি ব্যাঙ্কের প্রচুর ডেবিট কার্ড। ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
WB News Live Updates: ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক
৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সিদ্ধান্ত। কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পেট্রোল পাম্প বন্ধের ডাক। পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি ডব্লুবিপিডিএ-র। জরুরি পরিষেবার জন্য কয়েকটি পেট্রোল পাম্প খোলা থাকবে।