(Source: Poll of Polls)
West Bengal News Live: মুখ্যমন্ত্রীর ধমকের পরই চিংড়িঘাটা নিয়ে প্রশাসনিক তৎপরতা, ডিসেম্বরেই হবে ফুটব্রিজ
Get the latest West Bengal News and Live Updates : চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনা নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বদলে যেতে থাকে ছবিটা।
LIVE
Background
হাওড়া : মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের বিখ্যাত উক্তি ছিল Do it now...লক্ষ্মীশ্রীর মতো প্রকল্পের জন্য ভাঁড়ারে চাপ বুঝিয়ে দিয়ে, বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে পুরসভা ও সাংসদ-বিধায়কদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত সুর ছিল - Do it yourself
আর বৃহস্পতিবার হাওড়ার সভা থেকে দলীয় বিধায়ককেই ‘তৃণমূলের কালচার’-এর পাঠ দিলেন তৃণমূল নেত্রী। এলাকায় জমা জলের সমস্যায় তিতিবিরক্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অক্টোবর মাসে চেয়ার নিয়ে ধর্নায় বসেছিলেন। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। কালো নোংরা জলে বসে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। আর তা করেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়লেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী তাঁকে উদ্দেশ্য করে বলেন, “তুমি গৌতম চৌধুরী? তুমি রাস্তায় বসে ছিলে কেন একদিন?”
শিল্পের জন্য জমি পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কাজকর্ম নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পায়নের লক্ষ্যে পৌঁছতে কোনও রকম গড়িমসি ও অনিয়ম বরদাস্ত করা হবে না। কড়া বার্তা দিলেন হাওড়ার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে।
বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল শিল্পায়ন। সেই মঞ্চে শিল্পের জন্য জমি বরাদ্দের ক্ষেত্রে গড়িমসির অভিযোগ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' ল্যান্ড ডিপার্টমেন্টের অনেকে ইচ্ছে করে দেরি করিয়ে দিচ্ছে, যেগুলো ল্যান্ড কনভারশনের জন্য, ইন্ডাস্ট্রি পারপাস, আগে একটা ইউনাইটেড ক্লিয়ারেন্স সিসটেম করেছিলাম, সেটা বন্ধ আছে কেন? হোয়াই ইট ইজ ক্লোজড? জিজ্ঞাসা করো তো? কার নির্দেশে এটা হল? কে এত বড় নেতা হল দেখি! '
বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে পূর্ত দফতরের ভূমিকার সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি সরব হন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কাজকর্ম নিয়ে।
West Bengal News Live: রাজপুর টাউন তৃণমূল সভাপতির পদে নিয়োগ করা হল শিবনাথ ঘোষকেই
কাটল জট। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর টাউন তৃণমূল সভাপতির পদে নিয়োগ করা হল শিবনাথ ঘোষকেই। যিনি সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের অনুগামী বলে পরিচিত।
WB News Live Updates: ম্যানেজিং কমিটি বা প্রশাসক না থাকায় বিপাকে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল
ম্যানেজিং কমিটি বা প্রশাসক না থাকায় বিপাকে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও তা খরচ করা যাচ্ছে না বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। ফলে বকেয়া রয়েছে মিড ডে মিল ও বিদ্যুত বিল। বেতন পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের।
West Bengal News Live Updates: ঝাড়গ্রাম শহরজুড়ে জঞ্জালের স্তুপ
শহরজুড়ে জঞ্জালের স্তুপ। ২ বছর আগে মেয়াদ ফুরিয়েছে ঝাড়গ্রাম পুরসভার। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এই ছবি দেখেও কোনও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। পুরভোট হলে পরিস্থিতি পাল্টাবে মনে করছেন তাঁরা। এদিকে, বাসিন্দাদের আশ্বস্ত করে পুরসভার তরফে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতির পরিবর্তন হবে।
WB News Live: মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস নেতা
পুরভোটের মুখে উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুর। আক্রান্ত হলেন কংগ্রেসের এসসি, এসটি সেলের জেলা সভাপতি। হামলার নেপথ্যে তৃণমূল বলে অভিযোগ অধীর চৌধুরীর। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, ওই নেতার সঙ্গে অপরাধ জগতের যোগ আছে।
West Bengal News Live Updates: রায়গঞ্জের প্রাইমারি স্কুল চত্বরে চটুল নাচ
রায়গঞ্জের প্রাইমারি স্কুল চত্বরে চটুল নাচ। টিচার ইনচার্জকে শোকজ করল জেলা শিক্ষা দফতর। যদিও বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেছেন টিচার ইনচার্জ। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় চটুল নাচের আয়োজন করায় গ্রেফতার হয়েছেন ২১ জন।