WB News Live Updates: লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, এখন নিয়ন্ত্রণে
Get the latest West Bengal News and Live Updates: বন্ধ সিনেমা হলের ৪ তলায় আগুন লাগে।
LIVE
Background
কলকাতা: আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ কী পড়বেন রাজ্যপাল ? তুঙ্গে জল্পনা। শুধুই প্রচার চান রাজ্যপাল, কটাক্ষ তৃণমূলের।
তৃণমূলের তরফে এবার ছবি দেখিয়ে দাবি করা হল রাজ্যপালের ঘনিষ্ঠবৃত্তে ভুয়ো আইএএস দেবাঞ্জনের দেহরক্ষী। দেহরক্ষীর মাধ্যমে বিশেষ লোকের কাছে যেত খাম। তথ্য সামনে আসুক, দাবি তৃণমূলের। মিথ্যা কথা। পাল্টা দিলীপ।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ৩টি বেসরকারি ব্যাঙ্কের ধৃত দেবাঞ্জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি চাইল লালবাজার। প্রতারণা চক্রে কেউ যুক্ত কিনা বেসরকারি ব্যাঙ্কের তরফেও শুরু অন্তর্তদন্ত।
জৈন-হাওয়ালার ডায়েরিতে জগদীপ ধনকড়ের নাম। টাকা নিয়েছেন তিন চারটি ইনস্টলমেন্টে। এই জগদীপ ধনকড়ই কি রাজ্যপাল ? প্রশ্ন তুলে তদন্তের দাবি তৃণমূলের। সারদার লাল ডায়েরির প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা বিজেপির।
তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিনই মারা গেলেন জৈন হাওয়ালা কাণ্ডের মাথা। এটা কি কাকতালীয় ? রাজ্যপালের বরখাস্তের দাবি জানিয়ে মন্তব্য সুখেন্দুশেখরের। রাজভবন নয়, প্রতারক আছে পুরসভাতেই। পাল্টা সায়ন্তন।
পঞ্জাবে জমি কেলেঙ্কারিতে জড়িত রাজ্যপাল জগদীপ ধনকড়। মহুয়ার বিস্ফোরক ট্যুইটকে হাতিয়ার করে আক্রমণ সুখেন্দুশেখর রায়ের। সারদাকর্তাকে ছবি বিক্রি নিয়েও তথ্য সামনে আনুন। পাল্টা তথাগত।
দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দুর। সাক্ষাৎ সলিসিটর জেনারেলের সঙ্গে। নারদে গ্রেফতারি থেকে বাঁচতে সাক্ষাত ? প্রশ্ন কুণালের। সারদায় জেল খেটেছিলেন, কটাক্ষ শুভেন্দুর। জেল এড়াচ্ছে, বন্দি হতে হবে। পাল্টা কুণাল।
মহার্ঘ জ্বালানি। ধাক্কা এবার মধ্যবিত্তের হেঁসেলে। সাড়ে ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। কলকাতায় সিলিন্ডারপিছু দাম ৮৬১ টাকা। ৭৬ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৬২৯ টাকা।
ইয়াস দুর্যোগের পর দুয়ারে ত্রাণ প্রকল্পে আবেদনের চূড়ান্ত তালিকা থেকে বাদ ৪৫ শতাংশ। আবেদন জমা পড়া তিন লক্ষ ৮৮ হাজারের মধ্যে স্ক্রিনিংয়ের পর বাতিল ১ লক্ষ ৮৮ হাজার।
রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা। বেপরোয়া মিনিবাসের তলায় পিষে মৃত্যু পুলিশকর্মীর। আহত আরও ১৮। ১১ জনের চিকিত্সা এসএসকেএমে। বাসের ধাক্কায় ভাঙল ফোর্ট উইলিয়মের সামনের রেলিং।
পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা রুটে না গিয়ে সোজা গতি বাড়িয়ে রেড রোডে ঢুকেছিল মিনিবাস, দাবি প্রত্যক্ষদর্শীদের। কীভাবে নজর এড়িয়ে বেআইনিভাবে রেড রোডে ঢুকল বাস, উঠছে প্রশ্ন।
মা উড়ালপুলে ফের চিনা মাঞ্জার কারণে দুর্ঘটনা। মাঞ্জার আঘাতে মাস্ক ছিঁড়ে মুখ কেটে গেল স্কুটার আরোহী দম্পতির। চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে আহত দুজনে।
দেড় মাস বন্ধ থাকার পর রাস্তায় বাস। প্রয়োজনের তুলনায় কম বেসরকারি বাস, দুর্ভোগে যাত্রীরা। ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সরকারি বাস বাড়ানোর আশ্বাস ফিরহাদের।
West Bengal News Live Updates: এখন নিয়ন্ত্রণে মিনি জয়া সিনেমা হলের আগুন
লেকটাউনে মিনি জয়া সিনেমা হলের আগুন এখন নিয়ন্ত্রণে।
WB News Live Updates: হলের ভিতর রান্না হচ্ছিল, জানালেন দমকল মন্ত্রী
হলের ভিতর রান্না হচ্ছিল, জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু।
West Bengal News Live Updates: কিছুটা নিয়ন্ত্রণে আগুন
মিনি জয়া সিনেমা হলের উল্টোদিকের বাড়ি থেকে দেওয়া হচ্ছে জল। কিছুটা নিয়ন্ত্রণে আগুন।
WB News Live Updates: মিনি জয়া সিনেমা হলে আগুন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী
লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু।
West Bengal News Live Updates: মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন, গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন
লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন। গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় আশঙ্কায় রাস্তায় স্থানীয় বাসিন্দারা।