West Bengal News Live: ক্যামাক স্ট্রিটের বহুতলে আগুন
Get the latest West Bengal News and Live Updates: কাঁথি থানার তৎকালীন আইসি সহ ৮ পুলিশকর্মীকে তলব
LIVE
Background
শহিদ দিবসের দিনেই হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, ২জনের মৃত্যু, ৭ থেকে ৮জন আহত। ভার্চুয়াল সভা সেরে ফেরার পথে হামলা, সংঘর্ষের মাঝে পড়ে বৃদ্ধার মৃত্যু। দুষ্কৃতী-হামলা, দাবি নেতৃত্বের।
হাড়োয়ার পর এবার বিরাটি। তৃণমূলকর্মীকে গুলি করে খুন। বণিক মোড়ে বাড়ি ফেরার সময় বাইক চেপে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। নেপথ্যে বিজেপি, দাবি তৃণমূলের। কারণ নিয়ে তদন্তে পুলিশ।
কালীঘাট থেকে ভাষণ মমতার। দিল্লি-লখনউ-গুজরাতে সরাসরি সম্প্রচার। রাজধানীতে তৃণমূলের আমন্ত্রণে হাজির পাওয়ার, চিদম্বরম, দিগ্বিজয়। পাশে থাকার বার্তা দিয়ে এলেন সমাজবাদী পার্টি, আপ-সহ ৯ দলের নেতৃত্ব।
ফের বিজেপি বিরোধী ফ্রন্ট গড়ে তোলার ডাক মমতার। কটাক্ষ বিজেপির।
হ্যাকিং রুখতে ফোনের ক্যামেরায় টেপ লাগাতে হচ্ছে। স্পাইওয়্যার নিয়ে বিস্ফোরক মমতা। নেত্রীর আক্রমণের পরেই ফোনে টেপ লাগালেন নেতা-কর্মীরাও। ফোনে আড়ি পাতছে তৃণমূলের সরকারই, পাল্টা দিলীপ।
ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে আক্রমণে মমতা। শান্তিতে কাউকে বাঁচতে দেবে না বলে আক্রমণ। রাজ্য জুড়ে তৃণমূলের মদতেই লাগাতার হিংসা, পাল্টা বিজেপি। দিল্লিতেও শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন।
West Bengal News Live: কলকাতা পুরসভার ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ
কলকাতা পুরসভার ফুড ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ। হাতেনাতে পাকড়াও ‘ভুয়ো’ ফুড ইন্সপেক্টর। ধৃতের নাম স্বপন সমাদ্দার। গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে কলকাতা পুরসভার রবার স্ট্যাম্প। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু। কাল ধৃতকে আদালতে পেশ, নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
West Bengal News Live: ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন, এই অভিযোগে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ
ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন। এই অভিযোগে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন ভ্যাকসিন গ্রাহকরা। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। ভ্যাকসিনের আকালের মেনে নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।
West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৯৩ জন
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৯৩ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৬ জন।
West Bengal News Live: বারবার লকগেট বিপর্যয় এড়াতে আজ রাত থেকে দুর্গাপুর ব্যারেজে শুরু হচ্ছে বড় মাপের সংস্কার
বারবার লকগেট বিপর্যয় এড়াতে আজ রাত থেকে দুর্গাপুর ব্যারেজে শুরু হচ্ছে বড় মাপের সংস্কার। তার জেরে মঙ্গলবার পর্যন্ত প্রতি রাতে বন্ধ থাকবে সেতু। রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে কোনও যান চলাচল করবে না। আগামী ছদিন রাতে রানিগঞ্জ হয়ে ঘুরপথে বাঁকুড়া যেতে হবে সব গাড়িকে।>>
West Bengal News Live: বিকে পাল অ্যাভিনিউতে স্টোনম্যানের ধাঁচে হামলা, আহতের মৃত্যু
জোড়াবাগানে স্টোনম্যানের ধাঁচে হামলা, আহতের মৃত্যু। খুনের ধারায় মামলা শুরু, তদন্তে জোড়াবাগান-লালবাজার। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে সনাক্ত করল পুলিশ।
পুরনো আক্রোশের জেরেই খুন বলে অনুমান পুলিশের। মেডিক্যালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ। হাসপাতালে সঠিক চিকিৎসা না করার অভিযোগ। লিখিত অভিযোগ পাওয়ার পরে পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের।