WB News Live Updates: ভবানীপুরে ভোট নিয়ে মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
Get the latest West Bengal News and Live Updates: পানীয় জল নিয়ে বিবাদের জেরে খুন
LIVE
Background
আজ যে খবরগুলিতে আমাদের নজর থাকবে-
পর্ণশ্রীতে মা-ছেলে খুন। গলাকাটা ছাড়াও শরীরে একাধিক আঘাত। সন্দেহ বাড়িয়ে স্বামীর আংটিতে রক্তের দাগ। তথ্য প্রমাণ লোপাটে বাড়িতেই স্নান আততায়ীর।
অনলাইনে ক্লাসের সময় হঠাৎ অফলাইন তমোজিৎ! মাকে খুন করার পরে পাশের ঘরে গিয়ে ছেলেকে খুন। পাইপেও মিলল রক্ত।
হামলার সময় কোনও আর্তনাদ শোনা যায়নি কেন? তাহলে কী অচৈতন্য করে খুন? দুপুরে খুন, প্রায় একইসময়ে কেন ২ ঘণ্টা বন্ধ ছিল ফোন?
ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী নিয়ে দলের অস্বস্তি বাড়ালেন তথাগত। সুবোধ বলে একজনের কথা উল্লেখ করে কটাক্ষ। প্রস্তুতি নিয়েই ভোটে লড়াই, কেউ না কেউ প্রার্থী হবেন, বিতর্ক এড়িয়ে বললেন দিলীপ।
৫টি মামলায় শুভেন্দুকে হাইকোর্টের রক্ষাকবচ। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। আজ শুনানির সম্ভাবনা। বারবার ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি, কটাক্ষ বিজেপির।
নিম্মচাপের সঙ্গে মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় রাত থেকে প্রবল বৃষ্টি। দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, ডুবল ট্রলার। কালিম্পঙে জাতীয় সড়কে ফের ধস।
আগের বছরের বিধি মেনে এবছরও পুজো। রাতে ছাড় থেকে ১৮ অক্টোবরের কার্নিভাল নিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী।
WB News Live Updates: ভবানীপুরে ভোট নিয়ে মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা। ভবানীপুর ভোট চেয়ে কমিশনকে চিঠি মুখ্যসচিবের। ‘ভবানীপুর নিয়ে মুখ্যসচিব কীভাবে চিঠি লিখতে পারেন?কে মুখ্যমন্ত্রী হবেন, তা কী ঠিক করতে পারেন মুখ্যসচিব?’ মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে কাল শুনানির সম্ভাবনা
West Bengal News Live: পানীয় জল নিয়ে বিবাদ, মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
পানীয় জল নিয়ে বিবাদ। মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তিন মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। পাড়ার বিবাদে রাজনৈতিক রং লাগানো হয়েছে, পাল্টা মন্তব্য তৃণমূলের।
WB News Live Updates: বাংলার ৬১ বিজেপি নেতার সুরক্ষা চেয়ে রাজ্যকে কেন্দ্রের চিঠি
বাংলার ৬১ বিজেপি নেতার সুরক্ষা চেয়ে রাজ্যকে কেন্দ্রের চিঠি।মিঠুন চক্রবর্তী, অর্জুন সিংহ-সহ ৬১ বিজেপি নেতার সুরক্ষায় চিঠি।বিজেপি নেতাদের সুরক্ষার ব্যবস্থা করতে মুখ্যসচিবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের।
West Bengal News Live: ছাত্র বিক্ষোভে উত্তপ্ত আর জি কর মেডিক্যাল
ছাত্র বিক্ষোভে উত্তপ্ত আর জি কর মেডিক্যাল। সকাল থেকে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ।অধ্যক্ষকে না পেয়ে এমএসভিপিকে ঘেরাও পড়ুয়াদের। সকাল থেকে পড়ুয়াদের বিক্ষোভে অসুস্থ এমএসভিপি । অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ডাক্তারির পড়ুয়াদের বিক্ষোভ।রাত ১০টার পরে লবিতে বসায় নিষেধাজ্ঞার অভিযোগে বিক্ষোভ।এখনও পর্যন্ত মেলেনি আর জি কর মেডিক্যালের প্রতিক্রিয়া
WB News Live Updates: মাঞ্জা বিপদ রুখতে মা ফ্লাইওভারের ধারে দেওয়া হচ্ছে ফেন্সিং
মাঞ্জা বিপদ রুখতে মা ফ্লাইওভারের ধারে দেওয়া হচ্ছে ফেন্সিং। তার জেরে রাত ১১টা থেকে, ভোর ৫টা পর্যন্ত, আগামী ১৫দিন, বন্ধ থাকবে উড়ালপুলের ওপর যান চলাচল