West Bengal News Live: পঞ্চমীতেই উদ্বোধন হল চন্দননগরের বেশিরভাগ জগদ্ধাত্রী পুজোর
Get the latest West Bengal News and Live Updates: কেউ যাতে এই দুই সরোবরে ছটপুজো করতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা।
LIVE
Background
রাজ্যে করোনায় একদিনে ১৪জনের মৃত্যু, সংক্রমিত ৬০৩জন। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা। উদ্বেগ বাড়াচ্ছে নদিয়াও।
উত্তর ভারতের খাপ পঞ্চায়েতের ছায়া ডায়মন্ড হারবারে। চরিত্র নিয়ে প্রশ্ন তুলে মা-মেয়েকে নির্যাতন। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
মুখে মুচলেকা দিয়ে গ্রাম ছাড়লেন মা-মেয়ে। প্রতিক্রিয়া মেলেনি নেত্রীর। দোষী হলে ছাড় নয়, প্রতিক্রিয়া বিধায়কের।
আমেরিকার ছায়া কলকাতায়। চোর সন্দেহে যুবককে রাস্তায় ফেলে বুকে পা সিভিক ভলান্টিয়ারের। ভিডিও প্রকাশ্যে আসতেই কাজ থেকে অব্যাহতি।
বাংলাতেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির মিছিলে ধুন্ধুমার। ২দিক ব্যারিকেড দিয়ে ঘিরে আটকাল পুলিশ।
তেলে ভ্যাট কমানোর দাবিতে আজ ফের রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে বিজেপির বিক্ষোভ। বেলাগাম দাম বাড়িয়ে লোক দেখানো ছাড়, খোঁচা তৃণমূলের।
৪ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র। রাজ্যকেও ভ্যাকসিনও দেয় না। ভ্যাট নিয়ে বিতর্কের মুখে পাল্টা আক্রমণে মমতা।
সব পুরসভায় একসঙ্গে ভোট, না হলে, একসঙ্গে গণনা চায় বিজেপি। কমিশনে দরবার। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। হার বুঝে হইচই, পাল্টা তৃণমূল।
নানুরে সিপিএম কর্মীকে পিটিয়ে খুন। সিপিএম করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা, দাবি পরিবারের। হামলার অভিযোগ খারিজ তৃণমূলের।
২ বছর বন্ধ থাকার পরে ২০ এপ্রিল রাজ্যে ২দিনের শিল্প সম্মেলন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৭ থেকে ১৪ জানুয়ারি চলচ্চিত্র উৎসব। ৩১ জানুয়ারি থেকে বইমেলা।
এপ্রিলে শিল্প সম্মেলনে রাজ্যপালকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। বিদেশে গেলে লগ্নির জন্য দরবারের অনুরোধ। প্রস্তাব গ্রহণ করলেন রাজ্যপাল, সহযোগিতার আশ্বাস।
জাল নথি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের নিয়োগের কাউন্সেলিংয়ে হাজির। ধরা পড়তেই চম্পট। প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সংসদ।
WB News Live Updates: ছটপুজো উপলক্ষ্যে জোর সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন তৃণমূল নেতারা
ছটপুজো উপলক্ষ্যে বাঁকুড়া ও দুর্গাপুর শহরের একাধিক হিন্দিবাসী মহল্লায় পুজোর সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন তৃণমূল নেতারা। তা নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও তৃণমূল তাতে আমল দিতে নারাজ।
West Bengal News Live: শংসাপত্র পাচ্ছেন না স্পুটনিক ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবকরা
পরীক্ষামূলক গবেষণায় অংশ নিয়েও, শংসাপত্র পাচ্ছেন না স্পুটনিক ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবকরা। এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনের শংসাপত্র যখন বাধ্যতামূলক, তখন এই হয়রানি কেন? এই প্রশ্ন তুলে মামলা করেছেন কলকাতার এক চিকিৎসক।
WB News Live Updates: ফের ভাগীরথীতে কুমির আতঙ্ক!
ভাগীরথীতে কুমির! আজ দুপুরে নদীর পাড়ে খোসমেজাজে রোদ পোহাতে দেখা গেল তাকে। আর একথা জানতে পেরেই ভিড় জমে যায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শিমূলডাঙায়। বন দফতর সূত্রে খবর, এই প্রজাতির কুমির ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল পরিচিত। এটি মানুষেরও ক্ষতি করতে পারে। মনে করা হচ্ছে মুর্শিদাবাদ থেকেই এসেছে কুমিরটি।
West Bengal News Live: রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে
১৬ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু হচ্ছে পঠনপাঠন। কোভিডবিধি নেমে কীভাবে হবে ক্লাস? তা নিয়েই আজ সেমিনার হল সংস্কৃত কলেজিয়েট স্কুলের উদ্যোগে। আলোচনাসভায় শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন চিকিৎসকরা।
WB News Live Updates: গৃহবধূর হাতে শিকল বেঁধে তালা দিয়ে নির্যাতনের অভিযোগ
মালদার চাঁচলের মদকমপুরের বাসিন্দা এই গৃহবধূর হাত শিকলে বেঁধে রেখে নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির সদস্যরা। বাপের বাড়ির সদস্যদের দাবি, লাগাতার মারধরের কারণে মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। চিকিৎসা করানো হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।