এক্সপ্লোর
ইটাহারে রাস্তার ধারে মহিলার অর্ধনগ্ন, গলাকাটা দেহ উদ্ধার

উত্তর দিনাজপুর: রোজকার মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু, পথে যা দেখলেন, তাতে চমকে ওঠার জোগাড়! রাস্তায় পড়ে এক মহিলার অর্ধনগ্ন, গলাকাটা দেহ। বুধবার এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার কুকড়াগন্ডায়। স্থানীয়দের দাবি, ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পরিত্যক্ত চালকল রয়েছে। তার কাছেই মহিলার মৃতদেহটি পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছোন উত্তর দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। মহিলার পরিচয় এবং কীভাবে তাঁর মৃত্যু হল, জানার চেষ্টা করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















